১৯ নভেম্বর, ২০১৯ | ২:৫২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
নগরীর পাথরঘাটায় বিস্ফোরণের ঘটনায় আহতদের দেখতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দলীয় নেতারা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের দোতলা থেকে লিফট ছিঁড়ে পড়ে গেছেন। এ সময় তাঁরা লিফটে প্রায় ১০ মিনিট আটকা ছিলেন। হাসপাতালের ও দলীয় লোকজন তাদের উদ্ধার করেন। গতকাল সোমবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। অবশ্য এ ঘটনায় কেউ তেমন আহত হননি। এ সময় লিফটে আমীর খসরুর সঙ্গে ছিলেন নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, বিএমএ চট্টগ্রামের সাবেক সাধারণ সম্পাদক ডা. খুরশিদ জামিল চৌধুরীসহ অন্যান্য নেতাকর্মীরা।
ঘটনার বর্ণনা দিয়ে ডা. খুরশিদ জামিল চৌধুরী দৈনিক পূর্বকোণকে বলেন, ‘আহতদের দেখে পাঁচতলার অর্থোপেডিক বিভাগ থেকে আমরা লিফটে নামছিলাম। দোতলায় এসে লিফট ছিঁড়ে দ্রুত নেমে যায়। নিচতলায় বিকট শব্দে পড়ে যায়। লিফটটি নিচের ফ্লোরের আরও এক হাত নিচে চলে যায়। পরে দরজা আটকে যায়। অনেক কষ্টে আমাদের বের করা হয়।’
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের উপ-পরিচালক ডা. আখতারুল ইসলাম এ প্রসঙ্গে পূর্বকোণকে বলেন, ‘এ বিষয়ে খোঁজ নিয়েছি। মূলত লিফটের ধারণ ক্ষমতার চেয়েও বেশি মানুষ ছিল। যার কারণে লিফট হ্যাঙ্ক হয়ে পড়ে। হাসপাতালের সকল লিফ্ট দেখভাল করে গণপূর্ত বিভাগ। তারাই এ বিষয়ে বলতে পারবে। তবুও বিষয়টি আরও খতিয়ে দেখা হবে’।
জানতে চাইলে গণপূর্ত বিভাগের কর্মকর্তা (চমেকে দায়িত্বরত) মাহমুদুল হাসান পূর্বকোণকে বলেন, ‘লিফট ছিঁড়ে যায়নি। বরং পুরোনো হওয়ায় কোন কারণে হ্যাঙ্ক হয়ে পড়েছিল। যার কারণেই কিছুক্ষণ বন্ধ হওয়ায় উনারা ভাবছেন ছিঁড়ে পড়েছে। তাছাড়া লিফট যদি ছিঁড়ে পড়তো তাহলে সাথে সাথে লিফট চালু হওয়ার কথা নয়। কিন্তু তা এখনো চালু রয়েছে। বিষয়টি জানার পর আমি সাথে সাথে সেখানে গিয়েছি এবং বিষয়টি দেখেছি’।
রবিবার, ০৮ ডিসেম্বর, ২০১৯
যোহর শুরু | ১১.৪৪ |
আসর শুরু | ০৩.৩২ |
মাগরিব শুরু | ০৫:১৫ |
এশা শুরু | ০৬:২৯ |
আগামীকাল | |
ফজর শুরু | ০৫:০১ |
সুর্যোদয় | ০৬ঃ২১ |
সন্ধ্যা ৬.৩০টা, রাত ৯টা ও রাত ১১.৩০টা, এভারটন- চেলসি, লিভারপুল-এএফসি ব্রুনোমাউথ ও ম্যানসিটি-ম্যানইউ, প্রিমিয়ারশিপ (সরাসরি, স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ১) রাত ৮টা, রাত ১১টা ও রাত ১.৪৫টা, আটালান্টা- হেলাস ভেরোনা, উদিনসে-ন্যাপোলি ও ল্যাজিও-জুভেন্টাস, সিরি এ (সরাসরি, সনি টেন ২) রাত ৮.৩০টা ও রাত ১১.৩০টা, বরুসিয়া মনচ্যানগ্ল্যাডবাচ-বায়ার্ন মিউনিখ ও বায়ার লেভারকুজেন-শালকে ৪, বুন্দেসলিগা (সরাসরি, স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ২) রাত ৮টা, নর্থ ইস্ট-কলকাতা, আইএসএল (সরাসরি, স্টার স্পোর্টস ২)
সকাল ৬.১০টা ও সকাল ৯.১৫টা, এডিলেড স্টাইকার্স-পার্থ স্কসার্চ ও ব্রিসবেন হিটস- মেলবোর্ন রেনেগেডস, ১ম ও ২য় সেমিফাইনাল, প্রমিলা বিগব্যাশ (সরাসরি, সনি সিক্স) বিকাল ৪.৩০টা, ডারবান হিটস - জোজি স্টার্স, এমএসএল (সরাসরি, সনি সিক্স)
রেসলিং সকাল ১০.৩০টা, বেলা ১১.৩০টা, বেলা ২.৩০টা ও সন্ধ্যা ৭.৩০টা, সনি ইএসপিএন সকাল ৭টা, বেলা ১.৩০টা, বিকাল ৫.৩০টা ও রাত ৯.৩০টা, সনি টেন ১।