চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

বঙ্গবন্ধু গবেষণা ও সমন্বয় পরিষদ বিএফআইডিসির মেধাবৃত্তি প্রদান

১৯ নভেম্বর, ২০১৯ | ২:৩৯ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু গবেষণা ও সমন্বয় পরিষদ, বিএফআইডিসির উদ্যোগে গতকাল সোমবার এসএসসি-২০১৯ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএফআইডিসি চেয়ারম্যান মোহাম্মদ আহ্্সানুল জব্বার। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জিয়াউল হক। বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কে,এম, বাবুল আহমেদ। অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ আহ্্সানুল জব্বার বিএফআইডিসি’তে কর্মরত কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিকদের ছেলে মেয়ে যারা এ বছর জিপিএ-৫ পেয়েছেন তাদের মধ্যে বাছাইকৃত ১০ জনের প্রত্যেককে নগদ পাঁচ হাজার টাকা, সম্মাননা ক্রেষ্ট, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা বই এবং বঙ্গবন্ধু গবেষণা ও সমন্বয় পরিষদ, বিএফআইডিসি কর্তৃক প্রকাশিত স্মৃতির পাতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামক একটি ম্যাগাজিন বৃত্তি প্রাপ্ত ছাত্রছাত্রীদের হাতে তুলে দেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএফআইডিসির পরিচালকবৃন্দ, মহাব্যবস্থাপক, সচিব, ব্যবস্থাপকগণ, বাগান ও শিল্প ইউনিট প্রধান ও বিএফআইডিসি সদর দপ্তরের সকল কর্মকর্তা, কর্মচারীসহ বঙ্গবন্ধু গবেষণা ও সমন্বয় পরিষদের বর্তমান পরিচালনা কমিটির সকল সদস্য ও সংগঠনের প্রতিষ্ঠাতা আহবায়ক তুষার কান্তি সরকার,অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট