চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বাড়াতে লিও ক্লাবের সাইকেল র‌্যালি

১৯ নভেম্বর, ২০১৯ | ২:৪০ পূর্বাহ্ণ

ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে গত ১৭ নভেম্বর নগরীতে সাইকেল র‌্যালি বের করা হয়েছে। আগ্রাবাদ জাম্বুরি পার্ক থেকে শুরু হয়ে র‌্যালিটি চৌমুহনী, দেওয়ান হাট, টাইগার পাস, লালখান বাজার, ওয়াসা, আলমাস সিনেমা মোড়, কাজির দেউড়ি, স্টেডিয়াম হয়ে সিআরবি এসে শেষ হয়। আন্তর্জাতিক সেবা সংস্থা লায়ন্স ক্লাব অবি চিটাগাং ইম্পেরিয়াল সিটি স্পনসরকৃত লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটি তাদের ধারাবাহিক কর্মসূচির আওতায় এ সাইকেল র‌্যালির আয়োজন করে। আগ্রাবাদ জাম্বুরি পার্কের সামনে র‌্যালির উদ্বোধন করেন লিও জেলা সভাপতি লিও শাহরিয়ার ইকবাল। বেলা সাড়ে ৪টায় সিআরবিতে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে অতিথি ছিলেন, লিও ক্লাবস চেয়ারম্যান লায়ন ডা. মেসবাহ উদ্দিন তুহিন, লায়ন্স জেলার রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার ওয়ান লায়ন মোহাম্মদ আলী চৌধুরী, ইম্পেরিয়াল সিটি লায়ন্স ক্লাবের প্রথম সহ-সভাপতি লায়ন কাশেম শাহ ও লায়ন মোবারক আলী। লিও ক্লাব প্রেসিডেন্ট লিও মহিউদ্দিন সিরাজের সভাপতিত্বে কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, ক্লাব সহ-সভাপতি লিও আহমদ উল্লাহ পাপন, ট্রেজারার লিও সিরাজুল ইসলাম রিপন, লিও প্রিতম পোদ্দার, লিও হায়দার, সিফাত প্রমুখ। উল্লেখ্য, চলতি সেবাবর্ষের শুরু থেকেই লিও ক্রাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটি ব্রেস্ট ক্যান্সার সচেতনতা বৃদ্ধিতে সেমিনার, লিফলেট বিতরণসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট