চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

বাফার নির্বাচন কাল

১৯ নভেম্বর, ২০১৯ | ২:৪০ পূর্বাহ্ণ

আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন। নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে সম্মিলিত পরিষদের প্যানেল লিডার হচ্ছে কবির আহমেদ এবং সচেতন ঐক্য পরিষদের সৈয়দ মোস্তাফিজুর রহমান। ভোটারদের আকৃষ্ট করার জন্য দু’পক্ষই নির্বাচনী প্রচারণায় বিভিন্ন কৌশল অবলম্বন করছে। দুটি প্যানেলই ভোটারদের কাছে তাদের নির্বাচনী ইশতেহার প্রচার করছে। নির্বাচনী ইশতেহার নিয়ে এফ.টি কার্গো লাইনের কর্ণধার আলহাজ আনোয়ার হোসেন বলেন, ‘সম্মিলিত পরিষদের মাধ্যমেই বর্তমানে দেশে ও বিদেশে বাফা পরিচিতি লাভ করেছে এবং সদস্যদের বিভিন্ন সুখ দুঃখে পাশে ছিল। বর্তমানে সংগঠনের উন্নয়নের ধারা অব্যাহত ও সংগঠনকে শক্তিশালী এবং অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করা প্রয়োজন’। দুটি ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুুষ্ঠিত হবে। ১টি ঢাকার প্রার্থীদের জন্য অন্যটি চট্টগ্রামের প্রার্থীদের জন্য। একজন ভোটার ঢাকার ১১ জন এবং চট্টগ্রামের ৮জন প্রার্থীকে মোট ১৯টি ভোট প্রদান করতে হবে। অন্যথায় ব্যালটটি বাতিল বলে গণ্য হবে। ৯৩৬জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। কবির আহমেদ এর নেতৃত্বে ঢাকা থেকে নির্বাচনে অংশগ্রহণ করছে সৈয়দ মো. বখতিয়ার, নাছির আহমেদ খান, আরিফুল আহসান, এম. এ সোবহান, মো. খোরশেদ আলম, কামরুজ্জামান ইবনে আমিন, মিকি ডায়েস, মো. মফিজুল ইসলাম, শারমিন রহমান নাদিয়া, মাজহার হোসেন, চট্টগ্রাম থেকে অংশগ্রহণ করছে আমিরুল ইসলাম চৌধুরী (মিজান), অমিয় শংকর বর্মণ, আদনান মো. ইকবাল, আনোয়ার হোসেন খাঁন, খায়রুল আলম সুজন, মো. আলমগীর হোসেন, এস.এম. মাহবুবুর রহমান, শহিদুল আলম এবং সৈয়দ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে ঢাকা থেকে নির্বাচনে অংশগ্রহণ করছে জাহিদ হোসেন (ফিরোজ), বদরুল হক চৌধুরী, নুরুল আমিন, মফিজুর রহমান চৌধুরী, জন এন মন্ডল, সিরাজুল হক আনসারী, মনোজ সেন গুপ্ত, মো. আনোয়ার হোসেন, মো. মাহাদী উল্লাহ মিয়া, জান্নাতুল ফেরদৌস আকবর, চট্টগ্রাম থেকে অংশগ্রহণ করছে আকতার কামাল চৌধুরী, মোস্তাক আহমেদ তালুকদার, মো. আবুল কামাল আজাদ, মো. আনোয়ারুল হক, মো. সাইফুদ্দিন, সৈয়দ মো. আজিজ নাজিমউদ্দিন, সাদিক আলী, মো. জহির আহমেদ সরকার। ঢাকা ও চট্টগ্রামের ভোট কেন্দ্রগুলো হচ্ছে ঈগল (হল-৩) রাওয়া কনভেশন হল, ভিআইপি রোড, মহাখালী ডিওএইচএস, ঢাকা এবং চট্টগ্রামে হোটেল আগ্রাবাদের ইছামতি হল।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট