চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

চন্দনাইশে পুরস্কার বিতরণকালে নজরুল এমপি

দক্ষ মানবসম্পদ দেশকে এগিয়ে নেবে সোনালি ভবিষ্যতের দিকে

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ

১৯ নভেম্বর, ২০১৯ | ২:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, আমাদের এখন দক্ষ মানবসম্পদ তৈরি করতে হবে। যারা তাদের জ্ঞান, বুদ্ধি, সুন্দর চিন্তাশক্তি, দক্ষতাকে যথার্থ ব্যবহার করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে সোনালি ভবিষ্যতের দিকে।

চন্দনাইশের গাছবাড়ীয়া মমতাজ বেগম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণকালে গত ১৬ নভেম্বর প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিদ্যালয় মাঠে পরিচালনা পরিষদের সভাপতি ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম বদরদ্দোজা, পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা, চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী, শেখ টিপু চৌধুরী, সিরাজুল ইসলাম, দেলোয়ার হোসেন, সামশুল ইসলাম চৌধুরী, কামরুল আহসান ও ফজলুল হক সিরাজী। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন। আলোচনায় অংশ নেন ফরিদুল ইসলাম চৌধুরী, লোকমান হাকিম, গিয়াস উদ্দীন, মহসীন, সুর্বণা বড়ুয়া, একেএম আমান, উজ্জল চক্রবর্তী, প্রশান্ত কুমার শর্ম্মা, লুৎফুর নেচ্ছা, হাসিনা বেগম, সাজেদা সুলতানা, শিউলী রাণী রক্ষিত, শওকত হোসেন, সুমন শর্ম্মা, রেহেনা আক্তার, মাধবী আচার্য্য প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট