চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

বান্দরবান বিশ্ববিদ্যালয়কে বাস উপহার ইউপি চেয়ারম্যানদের

পূর্বকোণ প্রতিনিধি ম বান্দরবান

১৯ নভেম্বর, ২০১৯ | ২:২২ পূর্বাহ্ণ

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য একটি বাস প্রদান করলো জেলার ৩৩ ইউপি চেয়ারম্যান।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে গত ১৭ নভেম্বর আনুষ্ঠানিকভাবে বাসের চাবি হস্তান্তর করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএফ ইমাম আলি, পৌর মেয়র মো. ইসলাম বেবী, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, মোজাম্মেল হক বাহাদুর, তিং তিং ম্যা, পৌর আ.লীগের সভাপতি অমল কান্তি দাশ, রেজিস্টার মো. নুরুল আবছার প্রমুখ। এ সময় পার্বত্য মন্ত্রী বলেন, বান্দরবানে একমাত্র বিশ্ববিদ্যালয় স্থাপনের মধ্য দিয়ে এই এলাকার ছাত্র-ছাত্রীরা আগের চেয়ে সহজেই উচ্চশিক্ষার স্বাদ গ্রহণ করছে। আর এই শিক্ষার্থীরা আগামী দিনে দেশের উন্নয়নে অংশ নিয়ে বাংলাদেশের নাম সারা বিশ্বে উজ্বল করবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট