চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

লক্ষ্মীছড়িতে ২৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীছড়ি

১৯ নভেম্বর, ২০১৯ | ২:২২ পূর্বাহ্ণ

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি জোন সদরে ২৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ১৭ নভেম্বর দিবসটি পালন উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে কেক কাটেন ২৪ আটিলারি ব্রিগেড গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিজিএফআই, খাগড়াছড়ি শাখার কর্নেল মো. নাজিম উদ্দিন, এএসইউ খাগড়াছড়ি শাখার সরদার আলী হায়দার, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নওরোজ নিকোশিয়ার, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রুবায়েত মাহমুদ হাসিব পিএসসি,জি, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য রে¤্রাচাই চৌধুরী, লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন, লক্ষ্মীছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান রাজু চাকমা দিপান্তর, মহিলা ভাইস চেয়ারম্যান সুমনা চাকমা, লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর প্রমুখ। এদিকে সকালে লক্ষ্মীছড়ি জোনের পক্ষ হতে গরীব, অসহায় দুস্থদের মাঝে অনুদান বিতরণ করেন লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. জাহাঙ্গীর আলম।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট