চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

দলিল লেখক সমিতির সংবর্ধনায় খাঁন মোহাম্মদ আবদুল মন্নান

দলিল লেখকদের সমস্যা নিরসনে সরকার আন্তরিক

১৯ নভেম্বর, ২০১৯ | ২:০৫ পূর্বাহ্ণ

মহাপরিদর্শক (আইজিআর) নিবন্ধন আলহাজ ড. খাঁন মোহাম্মদ আবদুল মন্নান বলেছেন, দলিল লেখকদের বিদ্যমান সমস্যা নিরসনে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক। দলিল লেখকরা প্রতিবছর প্রায় ১৫ হাজার কোটি টাকা রাজস্ব আহরণ করে সরকারি কোষাগারে জমা দিচ্ছে। তাই তাদের যে কোন সমস্যা সমাধানের ব্যাপারে আমি সচেষ্ট। তিনি বলেন, রেজিস্ট্রেশন বিভাগের সাথে দলিল লেখকদের সুসম্পর্ক বজায় রেখে জনগণকে নিরবচ্ছিন্ন সেবা প্রদান করতে হবে। সচেতন থাকতে হবে জনগণ যাতে কোন প্রকার হয়রানির শিকার না হয়। গতকাল (সোমবার) সকালে চট্টগ্রাম জেলা দলিল লেখক সমিতি ও চট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির যৌথ উদ্যোগে কোর্ট রোডস্থ সমিতির ১নং মিলনাতয়নে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। চট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির সভাপতি মো. নুর উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং চট্টগ্রাম জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক এম. মোক্তার আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, চট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মো. আকবর আলী। প্রধান বক্তা ছিলেন, দলিল লেখক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. নুর আলম ভুইয়া। বিশেষ অতিথি ছিলেন-চট্টগ্রামের নবাগত জেলা রেজিস্ট্রার এ.কে.এম রায়হান ম-ল, মো. মাছুম, চট্টগ্রাম সদর সাব রেজিস্ট্রার শাহ মো. আশরাফ উদ্দিন ভুইয়া, কুমিল্লা জেলা দলিল লেখক সমিতির সভাপতি সিদ্দিকুর রহমান। বক্তব্য রাখেন, দলিল লেখক সমিতির উপদেষ্টা সৈয়দ মোহাম্মদ আবু তালেব, চট্টগ্রাম জেলা দলিল লেখক সমিতির সভাপতি মো. জসিম উদ্দিন, চট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ মো. আকবর আলী। অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা ও রেজিস্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি আই.জি.আর ড. খান মোহাম্মদ আবদুল মন্নান বলেন, দলিল লেখকদের পেশাগত মানোন্নয়ন এবং দক্ষতা অর্জনে আমরা কাজ করছি। প্রধান বক্তা বাংলাদেশ দলিল লেখক সমিতির সভাপতি মো. নুর আলম ভুইয়া বলেন, দাবি আদায়ে দলিল লেখকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি দলিল লেখক সমাজের সুনাম অক্ষুণœ রেখে কাজ করার আহবান জানান। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট