চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

১১ পুলিশ কর্মকর্তার পদোন্নতি প্রথমবারের মতো ব্যাজ পরালো পরিবার

নিজস্ব প্রতিবেদক

১৯ নভেম্বর, ২০১৯ | ২:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামে প্রথমবারের মতো পুলিশের পদোন্নতিদের র‌্যাংক ব্যাজ পরিয়েছেন নিজ পরিবারের সদস্যরা। গত রবিবার নগরীর দামপাড়া পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে পুলিশ পরিদর্শক পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১১ পুলিশ কর্মকর্তাদের র‌্যাংক ব্যাজ পরানো হয়। পদোন্নতিপ্রাপ্তদের দু’টি ব্যাজের মধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান একটি ব্যাজ পরিয়ে দিলেও অন্যটি পরিবারের সদস্যদের হাতেই পরিয়ে দেওয়া হয়। এ প্রসঙ্গে মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জনসংযোগ কর্মকর্তা আবু বকর সিদ্দিক পূর্বকোণকে বলেন, পদোন্নতির ক্ষেত্রে এতদিন উর্ধ্বতন কর্মকর্তাদের দিয়ে র‌্যাংক ব্যাজ পরিয়ে আসলেও এই প্রথম এমন ভিন্নধর্মী আয়োজন করা হয়। যাতে করে পরিবারের সদস্যরাও এ কাজে উৎসাহ পায়। পদোন্নতিপ্রাপ্তরা হলেন- মো. মোস্তফা কামাল, মো. কায়সার হামিদ, মো. লিয়াকত আলী, মো. রাশেদুল ইসলাম, মো. আতিকুল ইসলাম, মো. ফরিদুল আলম, মো. শফিকুর রহমান, মোহাম্মদ মহিদুল আলম, সাহিদা আক্তার, মোহাম্মদ কাইছার হামিদ, শিবেন বিশ^াস। অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস. এম. মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত উপ-মহা পুলিশ পরিদর্শক শ্যামল কুমার নাথ (উপ-পুলিশ কমিশনার-সদর) প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট