চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

আগ্রাবাদ পাবলিক স্কুল এন্ড কলেজে বিজ্ঞানমেলা ‘শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করতে বিজ্ঞানমেলা আয়োজন জরুরি’

১৮ নভেম্বর, ২০১৯ | ৩:০৬ পূর্বাহ্ণ

গত শনিবার নগরীর আগ্রাবাদ পাবলিক স্কুল এন্ড কলেজ আয়োজিত বিজ্ঞানমেলায় নগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ আলতাফ হোসেন বাচ্চু বলেন, সময়ের সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে মানবসভ্যতার ব্যাপক উন্নতি সাধন হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তির এই অগ্রগতিকে কাজে লাগিয়ে বিভিন্ন দেশ নিজেদের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। বাংলাদেশও পিছিয়ে নেই। এই অগ্রগতিকে সামনে আরো এগিয়ে নেয়ার জন্য প্রয়োজন বিজ্ঞানশিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি করা। বিজ্ঞানমেলা এ ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে।
বিজ্ঞানমেলার আলোচনা পর্বে সভাপতিত্ব করেন প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা। শিক্ষিকা রেজোয়ানা চৌধুরী ও মমতাজ পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর আলহাজ এইচ এম সোহেল, কাউন্সিলর ও সিটি করপোরেশন শিক্ষা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আলহাজ নাজমুল হক খান ডিউক, অধ্যক্ষ বদরুল হাসান টিটু, নুর হোসাইন নিজামী, রেজাউল করিম ভুট্টো ও অধ্যক্ষ এস এম সোলাইমান কাসেমী। ধন্যবাদ বক্তব্য দেন এপিএসসি ম্যানেজিং কমিটির সভাপতি আবসার মাহফুজ। শুভেচ্ছা বক্তব্য দেন শিক্ষিকা নাসিমা চৌধুরী। বিজ্ঞানমেলায় সভাপতির বক্তব্যে শিক্ষাবিদ প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক হয়ে গড়ে ওঠার লক্ষ্যে বিজ্ঞান মেলা বিশেষ গুরুত্ব বহন করে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট