১৮ নভেম্বর, ২০১৯ | ৩:০৫ পূর্বাহ্ন
রোটারী ক্লাব অব গ্রেটার চিটাগাং এর উদ্যোগে আমবাগানস্থ ইউসেপ মতিঝর্ণা স্কুলে সুবিধাবঞ্চিত প্রায় ১০০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে নেইল কার্টার, সাবান ও অন্যান্য স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোটারী আন্তর্জাতিক জেলা-৩২৮২ বাংলাদেশ এর এডিশনাল গভর্নর মোহাম্মদ শাহজাহান, বিশেষ অতিথি ছিলেন এসিস্টেন্ট গভর্নর এমদাদুল আজিজ চৌধুরী। রোটারী ক্লাব অব গ্রেটার চিটাগাং এর সভাপতি আজিজুল গণি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহাম্মদ বেলাল, ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, ফিলিপ গোমেজ, দেবাশীষ সেন, জয় প্রকাশ বড়–য়া ও স্কুলের প্রধান শিক্ষক মো. সাইদুল হক।এডিশনাল গভর্নর মোহাম্মদ শাহজাহান তাঁর বক্তব্যে বলেন, ছাত্র-ছাত্রীরা বিভিন্ন রোগ ব্যাধি থেকে নিজেকে নিরাপদ রাখতে পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নেই। এ ব্যাপারে অবিভাবকসহ সবাইকে সচেতন থাকতে হবে।-বিজ্ঞপ্তি
রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯
যোহর শুরু | ১১.৪৮ |
আসর শুরু | ০৩.৩৫ |
মাগরিব শুরু | ০৫:১৮ |
এশা শুরু | ০৬:৩২ |
আগামীকাল | |
ফজর শুরু | ০৫:০৫ |
সুর্যোদয় | ০৬ঃ২৫ |
সকাল ১০.৪৫টা, পাকিস্তান-শ্রীলংকা, ১ম টেস্ট, ৫ম দিন (সরাসরি, সনি ইএসপিএন) বেলা ১১.৩০টা, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড, ১ম টেস্ট, ৪র্থ দিন (সরাসরি, সনি সিক্স) বেলা ২টা, ভারত-উইন্ডিজ, ১ম ওয়ানডে (স্টার স্পোর্টস ১)
রাত ৮টা ও রাত ১০.৩০টা, ম্যানইউ-এভারটন ও আর্সেনাল-ম্যানসিটি, প্রিমিয়ারশিপ (সরাসরি, স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ১) রাত ৮টা, উলভারহ্যাম্পটন-টটেনহ্যাম, প্রিমিয়ারশিপ (সরাসরি, স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ২) বিকাল ৫.৩০টা, রাত ৮টা, রাত ১১টা ও রাত ১.৪৫টা, হেলাস ভেরোনা-টুরিনো, জুভেন্টাস-উদিনসে, রোমা-এসপিএএল ও ফিওরেন্টিনা-ইন্টারমিলান, সিরি এ (সরাসরি, সনি টেন ২) রাত ৮টা, মিলান-সাসুলো, সিরি এ (সরাসরি, সনি টেন ১) রাত ১১টা, শালকে-ফ্রাঙ্কফুর্ট, বুন্দেসলিগা (সরাসরি, স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ২) রাত ৮টা, ব্যাঙ্গালুরু-মুম্বাই, আইএসএল (সরাসরি, স্টার স্পোর্টস ২)
সকাল ১০টা, এইচএসবিসি ওয়ার্ল্ড ট্যুর (সরাসরি, স্টার স্পোর্টস ২ এবং ৩)
বেলা ১২.৩০টা, বিকাল ৫.৩০টা, রাত ১০টা ও রাত ১১টা, সনি টেন ১।