১৮ নভেম্বর, ২০১৯ | ৩:০০ পূর্বাহ্ন
এ্যানি বড়–য়া (৪০)। পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের মেহের আটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রথমদিনের দায়িত্ব পালনের উদ্দেশ্যে সকাল পৌনে ৯টায় বাসা থেকে বের হন তিনি। বাসা থেকে বের হয়ে রাস্তায় সামনে এগোতেই বিস্ফোরণে দেয়াল ধসে পড়ে এ্যানি বড়–য়ার গায়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
এ্যানি বড়–য়া ও পলাশ বড়ুয়া দম্পতি পাথরঘাটার ব্রিকফিল্ড রোডের সাজের মায়া বিল্ডিং এ ষষ্ঠ তলার বাসিন্দা। এ্যানি বড়–য়ার স্বামী পলাশ বড়ুয়া পটিয়ার শিকলবাহায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তা। তার শ্বশুরবাড়ি পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নের উনাইনপুরা গ্রামে এবং বাবার বাড়ি কক্সবাজার রামুতে। এ্যানি বড়–য়ার দুই ছেলের মধ্যে বড় ছেলে অভিষেক বড়–য়া এবার জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। ছোট ছেলে অভিজিৎ বড়–য়া ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
এ্যানি বড়ুয়ার ছোট ভাই অনিক বড়ুয়া জানান, স্কুলে প্রাথমিক সমাপনী পরীক্ষা কেন্দ্রে দিদির দায়িত্ব পালনের কথা ছিল। সকালে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। এসময় রাস্তায় হঠাৎ বিকট শব্দে বড়ুয়া বিল্ডিংয়ের দেয়াল ভেঙে পড়লে দেয়াল চাপা পড়ে দিদি প্রাণ হারান।
রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯
যোহর শুরু | ১১.৪৮ |
আসর শুরু | ০৩.৩৫ |
মাগরিব শুরু | ০৫:১৮ |
এশা শুরু | ০৬:৩২ |
আগামীকাল | |
ফজর শুরু | ০৫:০৫ |
সুর্যোদয় | ০৬ঃ২৫ |
সকাল ১০.৪৫টা, পাকিস্তান-শ্রীলংকা, ১ম টেস্ট, ৫ম দিন (সরাসরি, সনি ইএসপিএন) বেলা ১১.৩০টা, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড, ১ম টেস্ট, ৪র্থ দিন (সরাসরি, সনি সিক্স) বেলা ২টা, ভারত-উইন্ডিজ, ১ম ওয়ানডে (স্টার স্পোর্টস ১)
রাত ৮টা ও রাত ১০.৩০টা, ম্যানইউ-এভারটন ও আর্সেনাল-ম্যানসিটি, প্রিমিয়ারশিপ (সরাসরি, স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ১) রাত ৮টা, উলভারহ্যাম্পটন-টটেনহ্যাম, প্রিমিয়ারশিপ (সরাসরি, স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ২) বিকাল ৫.৩০টা, রাত ৮টা, রাত ১১টা ও রাত ১.৪৫টা, হেলাস ভেরোনা-টুরিনো, জুভেন্টাস-উদিনসে, রোমা-এসপিএএল ও ফিওরেন্টিনা-ইন্টারমিলান, সিরি এ (সরাসরি, সনি টেন ২) রাত ৮টা, মিলান-সাসুলো, সিরি এ (সরাসরি, সনি টেন ১) রাত ১১টা, শালকে-ফ্রাঙ্কফুর্ট, বুন্দেসলিগা (সরাসরি, স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ২) রাত ৮টা, ব্যাঙ্গালুরু-মুম্বাই, আইএসএল (সরাসরি, স্টার স্পোর্টস ২)
সকাল ১০টা, এইচএসবিসি ওয়ার্ল্ড ট্যুর (সরাসরি, স্টার স্পোর্টস ২ এবং ৩)
বেলা ১২.৩০টা, বিকাল ৫.৩০টা, রাত ১০টা ও রাত ১১টা, সনি টেন ১।