চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

স্বর্ণ উদ্ধার মামলায় এক আসামির ১০ বছর জেল

আদালত প্রতিবেদক

১৮ নভেম্বর, ২০১৯ | ২:৪৮ পূর্বাহ্ণ

স্বর্ণ উদ্ধার মামলায় এক আসামির ১০ বছর সশ্রম কারাদ- ও ৫০ হাজার টাকা অর্থদ-াদেশ দিয়েছে আদালত। গতকাল রবিবার মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান এই রায় দেন। দ-াদেশপ্রাপ্ত আসামি হলেন মো. জামাল ওরফে ইসমাইল (৪৭)। তিনি রাউজান নোয়াপাড়া পশ্চিম গুজরার মৃত নুরুল আমিনের ছেলে। আসামির ৫০ হাজার টাকা অর্থদ- আদায়ে ব্যর্থতায় আরো তিন মাস কারাদ-ের আদেশ দেয়া হয় একই রায়ে। আসামির উপস্থিতিতে রায় ঘোষণার পর

আদালতের নির্দেশে আসামিকে কারাগারে পাঠানো হয়। মহানগর দায়রা পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী পূর্বকোণকে বলেন, আসামির বিরুদ্ধে আনা অভিযোগ রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারায় আদালত এ রায় দিয়েছে। অভিযোগে জানা যায়, ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দওে দুবাই থেকে আসা যাত্রী জামালের দেহ তল্লাশি করে ৬ পিস স্বর্ণবার উদ্ধার করে। এ ঘটনায় নগরীর পতেঙ্গা থানায় সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আব্দুল হালিম ভূঁইয়া বাদি হয়ে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ একই বছরের ২৪ মার্চ আসামির বিরুদ্ধে চার্জশিট দেয়। ২০১৭ সালের ১৭ জুলাই আসামির বিরুদ্ধে চার্জগঠনের পর আদালতে ৭ জন সাক্ষ্য দেয়। আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ হওয়ায় আদালত এ রায় দেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট