চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

চারদিনে আদায় ২৩৩ কোটি ৪২ লাখ টাকা

আয়কর মেলা

নিজস্ব প্রতিবেদক

১৮ নভেম্বর, ২০১৯ | ২:৪৮ পূর্বাহ্ণ

আয়কর মেলার চতুর্থ দিনে রিটার্ন জমা পড়েছে ৬ হাজার ১৯০টি। এর বিপরীতে আয়কর আদায় হয়েছে ১১৪ কোটি ৯৬ লাখ ৬০ হাজার ৬২৭ টাকা। এ নিয়ে গত চারদিনে ২৬ হাজার ৮০৭ রিটার্ন জমার বিপরীতে আয়কর আদায় হয়েছে ২৩৩ কোটি ৪২ লাখ ৮১ হাজার ৫২৭ টাকা। মেলার তথ্য ব্যবস্থাপনা উপ-কমিটির আহবায়ক ও অতিরিক্ত আপিলাত কর কমিশনার মো. মাহমুদুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চতুর্থ দিনে নতুন ই-টিআইএন নিয়েছেন ৬৬৭ জন। কর সেবা নিয়েছেন ৪১ হাজার ৮০৩ জন। মেলার চতুর্থ দিনে গতকাল রবিবার চট্টগ্রামের কর অঞ্চল-১ এ রিটার্ন জমা দিয়েছেন ২ হাজার ৫৭ জন। এর বিপরীতে কর আদায় হয়েছে ৬২ কোটি ৬৮ লাখ ৪৫ হাজার ১২৮ টাকা। নতুন ই-টিআইএন নিয়েছেন ২৬৩ জন। কর অঞ্চল-২ ৭৫১ টি রিটার্নের বিপরীতে ২৭ কোটি ৩৮ লাখ ৮৫ হাজার ৮৪০ টাকা। নতুন ই-টিআইএন নিয়েছেন ৭২ জন। কর অঞ্চল-৩ এ ১ হাজার ৩৩০টি রিটার্নের বিপরীতে ১১ কোটি ৭৩ লাখ ৮৮ হাজার ৫৯৮ টাকা। নতুন ই-টিআইএন নিয়েছেন ১৫১ জন। কর
। ৯ম পৃষ্ঠার ৬ষ্ঠ ক.

অঞ্চল-৪ এ ৭৯৭ টি রিটার্নের বিপরীতে ১২ কোটি ৪২ লাখ ৬৫ হাজার ৮৭৪ টাকা আয়কর জমা হয়েছে। নতুন ই-টিআইএন নিয়েছেন ১৮১ জন। এছাড়া জরিপ রেঞ্জ-৩ এ ২৭টি রিটার্নের বিপরীতে আয়কর জমা পড়েছে ২২ লাখ ৮ হাজার ৬০১ টাকা। অন্যদিকে, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, পটিয়া ও লোহাগাড়ায় ১ হাজার ২২৮টি রিটার্নের বিপরীতে আয়কর জমা পড়েছে ৫০ লাখ ৬৬ হাজার ৫৮৬ টাকা।

প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগরের জিইসি কনভেনশন সেন্টারে আয়কর মেলায় নতুন ই-টিআইএন রেজিস্ট্রেশন, রিটার্ন দাখিলসহ সব আয়কর সেবা পাবেন করদাতারা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট