চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

লবণে আয়োডিনের ঘাটতি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

১৭ নভেম্বর, ২০১৯ | ৫:০৮ অপরাহ্ণ

নগরীর মাঝিরঘাটে অভিযান চালিয়ে তিন লবণ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় স্ট্যান্ড রোড এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক বলেন, উৎপাদিত লবণে পরিমিত পরিমাণে আয়েডিন না দিয়ে প্যাকেটজাত করার কারণে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেসার্স এম এন কবির এন্ড ব্রাদার্স ইন্ড্রাস্ট্রি, মেসার্স আল মদিনা সল্ট ক্রাশিং ইন্ডাস্ট্রি ও মেসার্স তারিক হাসান সল্ট ইন্ডাস্ট্রিকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান সামনেও অব্যাহত থাকবে বলেও জানান জেলা প্রশাসনের এই ম্যাজিস্ট্রেট।

অভিযান চলাকালীন সময়ে জেলা প্রশাসনের জরিপ ও তথ্য কর্মকর্তা রমেশ চন্দ্র সানা, পরিদর্শক মোজাম্মেল হক, ল্যাব এসিস্ট্যান্ট যতীনাথ চন্দ্র রায় উপস্থিত ছিলেন।

পূর্বকোণ/রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট