চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

বিডিএফএ-সিডিএফএ মতবিনিময়

ডেইরি খামারিদের সামগ্রিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি

নিজস্ব প্রতিবেদক

১৭ নভেম্বর, ২০১৯ | ৩:৪০ পূর্বাহ্ণ

চিটাগাং ডেইরি ফার্ম এসোসিয়েশনের (সিডিএফএ) নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ডেইরি ফার্ম এসোসিয়েশনের (বিডিএফএ) নেতৃবৃন্দ। গতকাল শনিবার সকালে বাংলাদেশ ডেইরি ফার্ম এসোসিয়েশনের নেতৃবৃন্দ দৈনিক পূর্বকোণ কার্যালয়ে আসেন এবং দৈনিক পূর্বকোণ সম্পাদক ও চিটাগাং ডেইরি ফার্ম এসোসিয়েশনের সভাপতি ডা. ম. রমিজ উদ্দিন চৌধুরীসহ এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে এক

মতবিনিময় সভায় মিলিত হন। সভায় নেতৃবৃন্দ ডেইরি খামারিদের সামগ্রিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন। খামারিরা যাতে দুধের ন্যায্যমূল্য পায় সে লক্ষ্যে গুঁড়ো দুধ আমদানি নিয়ন্ত্রণে আনার বিষয়টি বৈঠকে গুরুত্বের সাথে আলোচনা করা হয়। বৈঠকে বক্তারা হিমায়িত মাংস আমদানির পাঁয়তারা বন্ধের আহ্বান জানান। বক্তারা লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) প্রতিরোধে পর্যাপ্ত ভ্যাকসিন উৎপাদন ও সরবরাহে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি দাবি জানান। এছাড়া ক্ষুরা রোগের ভ্যাকসিন সরবরাহেরও দাবি জানান নেতৃবৃন্দ। বক্তারা প্রাণিসম্পদ অধিদপ্তরের চিকিৎসকদের আরও সক্রিয় হওয়া এবং আরও বেশি চিকিৎসক নিয়োগ দেয়ার জন্যে সরকারে প্রতি আহবান জানান। সভায় বাংলাদেশ ডেইরি ফার্ম এসোসিয়েশনের সহ-সভাপতি আলী আজম শিবলী, শাহ এমরান শাহ, যুগ্ম-সম্পাদক নজিবুল্লাহ এবং চিটাগাং ডেইরি ফার্ম এসোসিয়েশনের নেতৃবৃন্দের মধ্যে মাওলানা ওমর ফারুক, এয়ার মোহাম্মদ, ইব্রাহীম খান, নাঈম উদ্দিন, শাহেদ আয়াতুল্লাহ খান, মোহাম্মদ হানিফ, আরেফিন এম দোভাষ, ফরহাত হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট