১৭ নভেম্বর, ২০১৯ | ৩:২৬ পূর্বাহ্ন
বাওয়া স্কুল ডিবেটিং সোসাইটির আয়োজনে গতকাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় কনফিডেন্স সল্ট বিএমএস আন্ত: স্কুল বিতর্ক প্রতিযোগিতা। প্রতিযোগিতায় নগরীর ১৫টি স্কুলের ১৮টি দল অংশগ্রহণ করে। ফাইনাল প্রতিযোগিতায় চট্টগ্রাম সরকারী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে সরকারী মুসলিম হাই স্কুল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
সমাপনী অনুষ্ঠানে অতিথি ছিলেন দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুল, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (প্রশাসন) মোহাম্মদ আশিকুর রহমান ও কনফিডেন্স সল্ট লিমিটেড এর হেড অব মার্কেটিং এস এম নওশাদ ইমতিয়াজ। বাওয়া স্কুলের সহকারী প্রধান শিক্ষক খাদিজা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্কুলের মডারেটর মোমেনা বেগম ও তাহেরুনা বেগম। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা আরো বলেন বিতর্ক হলো নিজেকে শানিত করার অন্যতম প্রধান হাতিয়ার। বিতর্ক সত্যকে ধারন করতে শিখায়, বিতর্ক নিজের বিবেগকে জাগ্রত করতে শিখায়। সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে মেধার বিকাশ ঘটছে আর এর মূল কারণ হলো যুক্তি, তর্ক এবং বিতর্ক। মনন বিকাশে শাণিত যুক্তি এই স্লোগানে ২দিন ব্যাপী এই প্রতিযোগিতার সমাপনী পর্বে বিচারক ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয এর সহকালী অধ্যাপক সাইফুদ্দিন মুন্না, দৃষ্টি চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক কাজী আরফাত ও ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি মুন্না মজুমদার।-বিজ্ঞপ্তি
শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০১৯
যোহর শুরু | ১১.৪৩ |
আসর শুরু | ০৩.৩২ |
মাগরিব শুরু | ০৫:১৫ |
এশা শুরু | ০৬:২৯ |
আগামীকাল | |
ফজর শুরু | ০৪.৫৯ |
সুর্যোদয় | ০৬ঃ১৮ |
রাত ২.১৫টা, আর্সেনাল-ব্রিংটন হোভ এলবিয়ন, প্রিমিয়ারশিপ (সরাসরি, স্টার স্পোর্টস সিলেক্ট ১) রাত ১.৩০টা, শেফিল্ড-নিউক্যাসল, প্রিমিয়ারশিপ (সরাসরি, স্টার স্পোর্টস সিলেক্ট ২) রাত ৮টা, মুম্বাই-কেরেলা, আইএসএল (সরাসরি, স্টার স্পোর্টস ২)
রাত ৯.৩০টা, টিসোয়ান স্পার্টান্স- জোজি স্টার্স, এমএসএল (সরাসরি, সনি সিক্স)
সকাল ১০.৩০টা, বেলা ১১.৩০টা, বেলা ২.৩০টা, সন্ধ্যা ৭.৩০টা ও রাত ৮.৩০টা, সনি ইএসপিএন বেলা ১.৩০টা, বিকাল ৫.৩০টা, সন্ধ্যা ৬.৩০টা ও রাত ৯.৩০টা, সনি টেন ১।