চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বাহোপ’র প্যারালাইসিস রোগীর চিকিৎসা বিষয়ক বিজ্ঞান সেমিনার

১৭ নভেম্বর, ২০১৯ | ৩:২৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ চট্টগ্রাম জেলা এর আয়োজনে প্যারালাইসিস রোগীর চিকিৎসা শীর্ষক এক বিজ্ঞান সেমিনার, বাহোপ চট্টগ্রাম জেলা সভাপতি ডা. দেবব্রত ভট্টাচার্য্যরে সভাপতিত্বে গত ১৫ নভেম্বর শুক্রবার চকবাজারস্থ বিজ্ঞান পরিষদ ভবনে অনুষ্ঠিত হয়। বাহোপ চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক প্রভাষক ডা. মোহাম্মদ এনামুল হক এনাম এর সঞ্চালনায় সেমিনারে প্র্যাকটিস অব মেডিসিন এর অংশ প্যারালাইসিস বিষয়ে গবেষণালব্ধ মূল প্রবন্ধ উপস্থাপন করেন আজিজুর রহমান হোমিওপ্যাথিক কলেজের অধ্যাপক ডা. দেবব্রত ভট্টাচার্য্য। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড এর সাবেক বোর্ড সদস্য, বাহোপ কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট হোমিও গবেষক ও লেখক ডা. চন্দ্র শেখর দাশ। প্রধান বক্তা ছিলেন বাহোপ মহানগর শাখার সভাপতি ডা. মৃদুল কান্তি দে। বিশেষ অতিথি ছিলেন ডা. আবদুর রহমান, ডা এস এম রবিউল হোসাইন, ডা. মোহাম্মদ মহসীন, ডা.রতন কুমার বনিক, ডা.ইসমাইল চৌধুরী, ডা.তাপস ভট্টাচার্য্য, অধ্যক্ষ ডা.পি সি সাহা। অধ্যাপক ডা. দেবব্রত ভট্টাচার্য্য বলেন, প্যারালাইসিস বা পক্ষাঘাত হওয়ার নানাবিধ কারণ রয়েছে, তাই চিকিৎসারক্ষেত্রে সর্বপ্রথম চিকিৎসককে খেয়াল করতে হবে কি কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে। হঠাৎ এই রোগে আক্রান্ত হলে যতদ্রুত সম্ভব রোগীকে নিকটস্থ ম্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে, না হলে জীবন বিপন্ন হতে পারে।

সেমিনারে আরো বক্তব্য রাখেন ডা. কাবেরী দাশ, ডা. আবুসাইদ মোহাম্মদ নাসের, ডা. মুহাম্মদ এহতেশামুল হুদা, ডা. মুহাম্মদ ফায়েক এনাম, ডা. যতীন্দ্রনাথ বল্লভ, ডা. খাইরুন্নেসা মুন্নী, ডা. শফিকুল ইসলাম, ডা. সৈয়দ মোহাম্মদ এখতিয়ার উদ্দিন, ডা. মোহাম্মদ একরাম, ডা. পলাশ ভট্টাচার্য্য প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট