চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পিইসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনায় বক্তারা

সুন্দর জীবন গড়তে শিক্ষার বিকল্প নেই

মফস্বল ডেস্ক

১৭ নভেম্বর, ২০১৯ | ৩:১০ পূর্বাহ্ণ

উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত সভায় বক্তারা বলেন, সুন্দর জীবন গড়তে শিক্ষার বিকল্প নেই।
ইছানগর প্রাথমিক বিদ্যালয়: নিজস্ব সংবাদদাতা জানান, কর্ণফুলী উপজেলাস্থ বিদ্যালয় মিলনায়তনে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গত ১৪ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক শামীম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহেদুর রহমান শাহেদ। বিশেষ অতিথি ছিলেন স্কুল পরিচালনা কমিটির সদস্য সাদেক হোসেন পাপ্পু, আলী হায়দার ও আবুল কাশেম।

পূর্ব ছৈয়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়: নিজস্ব সংবাদদাতা জানান, চন্দনাইশ উপজেলাস্থ বিদ্যালয় মিলনায়তনে পিইসি পরীক্ষার্থীদের শিক্ষাসামগ্রী বিতরণ ও বিদায় সংবর্ধনা গত ১৪ নভেম্বর অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক মনিরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন এসএমসির সভাপতি হেলাল উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা এটিএম সামশুদ্দিন ও পরিচালনা পরিষদ সদস্য সাংবাদিক মো. কমরুদ্দিন। আলোচনায় অংশ নেন শিক্ষক যথাক্রমে শালীমা আকতার, নাহিদা আকতার, কাজী ছাবেরা বেগম, রেশমী আকতার, ছাত্র-ছাত্রীদের মধ্যে মারুফ, রিনা আকতার, রাইসা আকতার প্রমুখ।

পূর্ব সরফভাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়: নিজস্ব সংবাদদাতা জানান, রাঙ্গুনিয়া উপজেলাস্থ সরফভাটা ইউনিয়নের ৬৪ নম্বর বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও বিদ্যালয়ের পিইসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গত ১৪ নভেম্বর বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি মজিম আল দ্বিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শিক্ষক রঞ্জন বড়–য়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলার এসএমসি’র নির্বাচিত শ্রেষ্ঠ সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, খোরশেদ আলম সুজন, জাগো বাংলাদেশে’র পরিচালক ইয়াছিন আরাফাত মুন্না, আজিজুল ইসলাম, দেলোয়ার হোসেন, ইসমাঈল, হাসান মুরাদ, সাইফুদ্দিন চৌধুরী, রাসেল রাসু, ইউসুফ, সোহেল আরমান, আরিফুল ইসলাম সারেক, মিনহাজ প্রমুখ। শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
কোলাগাঁও চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়: পটিয়া উপজেলাস্থ স্কুল প্রাঙ্গণে পিইসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গত ১৩ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। ম্যানেজিং কমিটির সভাপতি এমএ রহিমের সভাপতিত্বে সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু আহমদ। বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার রুপাঞ্জলি কর, মহিউদ্দিন খান আলমগীর, দ্বিজেন ধর, চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন চক্রবর্তী, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আব্দুস শুক্কুর ওয়াহিদী, সদস্য জাহাঙ্গীর আলম বেলাল, সহকারী শিক্ষক জাহানারা বেগম, মুগ্ধা দাশ, সিমলা রানী দে, সমর কান্তি দাশ, বিউটি রানী চৌধুরী, ফারজানা জাফর, উর্মি চৌধুরী, টুম্পা বড়ুয়া, ছাত্র-ছাত্রীদের মধ্যে সৃষ্টি পালিত, অনন্যা চৌধুরী, ঐশ্বর্য বিশ্বাস, শুভশ্রী শীল, অন্তরা মাহাজন, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা বোরহান উদ্দিন প্রমুখ।

কদলপুর আশরাফিয়া ইসলামিক কেজি স্কুল: নিজস্ব সংবাদদাতা জানান, রাউজানস্থ বিদ্যালয় মিলনায়তনে স্কুলের ১৪ বছরপূর্তি উপলক্ষে কৃতী শিক্ষার্থী, পিইসি পরীক্ষার্থীদের সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী গত ১৪ নভেম্বর অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এয়ার মোহাম্মদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কদলপুর ইউপি চেয়ারম্যান তসলিম উদ্দিন। প্রধান আলোচক ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মমিন। শিক্ষক মাওলানা নুরুল আমিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন আল্লামা ইলিয়াস নূরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের পরিচালক শামসুল আলম, এস.এম. আকরাম, সেলিম ও রোজী বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সৈকত চৌধুরী। বক্তব্য রাখেন পরিচালক ডা. হারুন-উর রশিদ, আব্দুল মান্নান, দিদারুল আলম, মো. আলী, ইকরাম চৌধুরী, রায়হান রেজভী, মানোয়ার হোসেন, নাছির উদ্দিন ও আলী আকবর। সভায় ২০১৯ সালে ২৪ জন পিইসি পরীক্ষার্থীকে বিদায় সংবর্ধনা, ২০১৮ সালে পিইসিতে ১৪ জন এ প্লাস প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা এবং ২২ জন শিক্ষার্থীকে মেধাভিত্তিক শ্রেণিমান, ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ করা হয়।

পূর্ব সাধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়: বাঁশখালী উপজেলাস্থ বিদ্যালয় মিলনায়তনে পিইসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, অভিভাবক সমাবেশ ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয় ১৩ নভেম্বর। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চন্দনা দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বাঁশখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাপস কুমার নন্দী। বিদ্যালয়ের শিক্ষক দোলন দাশের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন এস.এম.সি’র সহ-সভাপতি আলেয়া বেগম। বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক শিলু রায় চৌধুরী, শিক্ষক প্রতিনিধি শিমুল কান্তি দে ও লুলু আল মারজান, রেজিনা আক্তার চৌধুরী, কৃষ্ণা চক্রবর্তী, সেলিনা জাহান ও সুবর্ণা চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বিদ্যালয়ের ভূমিদাতা রাখাল নন্দী ও স্বপ্না নন্দী ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

মধ্য রাউজান সরকারি প্রাথমিক বিদ্যালয়: নিজস্ব সংবাদদাতা জানান, রাউজানস্থ বিদ্যালয় মিলনায়তনে পিইসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গত ১৩ নভেম্বর অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা পর্যায়ের প্রাথমিকে শ্রেষ্ঠ সভাপতি মোজাম্মেল হক খোকন। প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আবদুল কুদ্দুস। প্রধান শিক্ষক মোবারক আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফজলুল করিম ফজু, ইউপি সদস্য ইকতিয়ার উদ্দিন, রবিজা বেগম মায়া, শওকত আকতার, শাহনাজ আকতার, বৃষ্টি চৌধুরী, উর্মি ও প্রিয়াংকা নাথ।
শহীদ তিতুমীর একাডেমি: নিজস্ব সংবাদদাতা জানান, কাপ্তাইস্থ পিইসি পরীক্ষার্থীদের বিদায় সংর্বধনা গত ১৪ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ হারুন উর রশীদের সভাপতিত্বে ও শিক্ষক শহিদুল ইসলাম খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যালয় কমিটির সদস্য মো. ওয়াজিউল্লাহ, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বিদ্যালয় সদস্য আমির হোছাইন, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কবির হোসেন ও ইউপি মেম্বার সজিবুর রহমান।
দক্ষিণ গোবিন্দারখীল স্কুল: পটিয়া পৌরসভাস্থ বিদ্যালয়ের উদ্যোগে পিইসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক দিলুয়ারা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় কাউন্সিলর আবদুল মান্নান। এ সময় উপস্থিত ছিলেন হাকিম শরীফ, রহিমা বেগম, জাহানারা বেগম, শিরিন আক্তার প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট