চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

গণ-অধিকার ফোরামের আলোচনা সভায় রাজনীতিবিদ জাহাঙ্গীর আলম

তসলিম উদ্দিন সকলের গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন

১৭ নভেম্বর, ২০১৯ | ১:২৫ পূর্বাহ্ণ

স্থপতি দৈনিক পূর্বকোণের সম্পাদক তসলিম উদ্দিন চৌধুরীর স্মরণে গতকাল শনিবার বিকেল ৩ টায় চকবাজারস্থ ফোরামের কার্যালয়ে গণ-অধিকার ফোরাম চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল আবু মোহাম্মদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে মোহাম্মদ নুরুন্নবীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে প্রবীণ রাজনীতিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, দলমত নির্বিশেষে তসলিম উদ্দিন চৌধুরী সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিলেন। পত্রিকার সম্পাদক হওয়ার পরও তিনি এই অঞ্চলের মানুষের জন্য অনেক অবদান রেখেছেন। তাঁর মতো দেশপ্রেমিক মানুষ আজকাল খুঁজে পাওয়া বড়ই কঠিন। প্রধান বক্তার বক্তব্যে এম.এ হাশেম রাজু বলেন, রাজনীতির উর্ধ্বে উঠে সমাজ এবং দেশের কল্যাণে কাজ করা যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত তসলিম উদ্দিন চৌধুরী। তিনি সাদা মনের মানুষ ছিলেন। ন্যায়-নীতির প্রশ্নের কখনও আপোষ করেননি। তাঁর জীবন দর্শন থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। অন্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক নুরুল হাকিম লোকমান, মোহাম্মদ খোরশেদ আলম চৌধুরী, নুর মোহাম্মদ দোহাজারী, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ সোলায়মান বাদশা, মোহাম্মদ সালাউদ্দিন সাহেদ, একেএম আবুল কাশেম, মোহাম্মদ রিদোয়ান আলী প্রমুখ। আলোচনা শেষে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুল ইসলাম ফারুকী।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট