১৬ নভেম্বর, ২০১৯ | ৮:৪৩ অপরাহ্ন
অনলাইন ডেস্ক
চট্টগ্রাম সামুদ্রিক বন্দরের উদ্ভিদ সংগনিরোধ কর্তৃপক্ষের উপ-পরিচালক আসাদুজ্জামান বুলবুল জানান, চট্টগ্রাম বন্দরে শনিবার মিশর থেকে আনা ৫৮ টন এবং চীন থেকে আনা ৫৬ টন পেঁয়াজ খালাস হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর থেকে শনিবার পর্যন্ত মোট ৬ হাজার ১৪১ টন পেঁয়াজ চট্টগ্রাম বন্দর থেকে ছাড় হয়েছে। এ সময়ের মধ্যে পেঁয়াজ আনতে আমদানি অনুমতিপত্র (আইপি) নেওয়া হয়েছে ৭১ হাজার ৮০২ টনের। এরমধ্যে গত বুধবার পর্যন্ত ৬৬ হাজার ১৬২ টনের আইপি নেওয়া হয়েছিল।
এরপর গত কয়েক দিনে আরও ৫ হাজার ৬৪০ টন পেঁয়াজ আমদানির অনুমতিপত্র খোলা হয়েছে বলে জানান আসাদুজ্জামান বুলবুল। এর আগে বৃহস্পতিবার পর্যন্ত চট্টগ্রাম বন্দর দিয়ে পেঁয়াজ আসে ৫ হাজার ৯৪৭ টন। শুক্রবার আরও ৮০ টন পেঁয়াজ ছাড় হয়।
এদিকে শনিবার দুপুরে খাতুনগঞ্জের হামিদুল্লাহ মার্কেট, চাঁন মিয়া বাজার, মধ্যম চাক্তাইসহ কয়েকটি স্থানে আড়তের বাইরে কয়েক বস্তা করে পচা পেঁয়াজ পড়ে থাকতে দেখা গেছে। এর আগে বৃহস্পতিবার রাতে এসব এলাকা থেকে আড়তদারদের ফেলে দেওয়া প্রায় ১৫ টন পচা পেঁয়াজ তুলে নিয়ে আরেফিন নগরের ভাগাড়ে ফেলে দেয় চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা।
পেঁয়াজের দাম বাড়ার পর আধ পঁচা পেঁয়াজ বাছাই করে শুকিয়ে বিক্রি করাও শুরু হয়েছে। কয়েক দিন ধরে নগরীর পথে পথে রিকশা ভ্যানে করে এ রকম পেঁয়াজ বিক্রি হতে দেখা গেছে। দুপুরে নগরীর ফিরিঙ্গি বাজার ব্রিজ ঘাট এলাকায় দেখা যায়, কয়েকজন মিলে আধ পঁচা পেঁয়াজ থেকে ভালো পেঁয়াজ বেছে নিয়ে রোদে শুকাচ্ছে।
শনিবার আবার ৫০ টাকা কেজি হিসেবে কিছু পেঁয়াজ কিনেছেন তারা। বাছাই ও শুকানোর পর এগুলো ১০০ টাকা কেজি দরে বিক্রি করতে চান। এছাড়া কর্ণফুলী ও চাক্তাই খালের সংযোগস্থলে চাক্তাই খালের পানিতেও কিছু পচা পেঁয়াজ ভাসছিল শনিবার দুপুরে।
এদিকে বিকালে খাতুনগঞ্জে যায় চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ শিকদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে ছিলেন আরেক নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। মূল্য তালিকার চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় খাতুনগঞ্জের বার আউলিয়া বাণিজ্যালয়কে ৫ হাজার টাকা জরিমানা করা হয় বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব জানান।
তিনি বলেন, “মূল্য তালিকায় ৮৫ টাকা লেখা থাকলেও তারা মিয়ানমারের পেঁয়াজ পাইকারিতে বিক্রি করছিল ১৫০ টাকা কেজি দরে। আরও কিছু প্রতিষ্ঠানে গিয়ে তাদের কাছে পেঁয়াজ কেনার ‘ইন ভয়েস’ এবং বিক্রি রশিদ পাওয়া যায়নি। তাদের সতর্ক করা হয়েছে। অভিযান চলবে।”
পূর্বকোণ/রাশেদ
শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০১৯
যোহর শুরু | ১১.৪৪ |
আসর শুরু | ০৩.৩২ |
মাগরিব শুরু | ০৫:১৫ |
এশা শুরু | ০৬:২৯ |
আগামীকাল | |
ফজর শুরু | ০৫:০০ |
সুর্যোদয় | ০৬ঃ২০ |
সন্ধ্যা ৭.২০টা, ভারত-উইন্ডিজ, টি২০ (স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ১)
রাত ১.১৫টা, বুন্দেসলিগা (স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ২)
বিকাল ৫.৩০টা, সন্ধ্যা ৬.৩০টা ও রাত ৯.৩০টা, সনি টেন ১ বেলা ১১.৩০টা, বেলা ২.৩০টা ও সন্ধ্যা ৭.৩০টা, সনি ইএসপিএন।