চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

নগর ট্রাফিকের সচেতনতামূলক সভা

নিজস্ব প্রতিবেদক

১৬ নভেম্বর, ২০১৯ | ৬:৪৮ অপরাহ্ণ

নতুন সড়ক আইন সম্পর্কে চালক ও পথচারীদের সচেতন করতে নগরীর আগ্রাবাদে লিফলেট বিতরণ করেছে নগর ট্রাফিক পুলিশ। আজ শনিবার (১৬ নভেম্বর) সকালে বাদামতলীতে ট্রাফিক পুলিশ কর্তৃক আয়োজিত সচেতনতামূলক সভা শেষে এসব লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণ শেষে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মোস্তাক আহমেদ পূর্বকোণকে বলেন, নতুন সড়ক আইনের শাস্তি ও জরিমানা সম্পর্কে চালক ও পথচারীদের সচেতন করতে ট্রাফিক পুলিশ কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা আজ সকাল থেকে বাদামতলী মোড়ে সচেতনতামূলক ট্রাফিক সভা করেছি। পাশাপাশি প্রতি রুটে নির্ধারিত বাস স্টপেজগুলোর নাম উল্লেখ করে লিফলেট ছাপিয়ে তা পথচারীদের মাঝে বিতরণ করেছি। যাতে করে পথচারীরা যেখানে সেখানে বাসের জন্য অপেক্ষা না করে নির্দিষ্ট বাস স্টপেজে চলে যায়। এতে করে গণপরিবহনে শৃঙ্খলা ফিরে আসবে।

লিফলেট বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন- ট্রাফিক পুলিশের উপ-কমিশনার (বন্দর) মো. তারেক আহমেদ, ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) এস এম শওকতসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

 

 

পূর্বকোণ/আল-আমিন-রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট