চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ.) মাহফিলে বক্তারা

মহানবী (সা.) ছিলেন সত্য ও ন্যায়ের মূর্ত প্রতীক

পূর্বকোণ ডেস্ক

১৬ নভেম্বর, ২০১৯ | ২:৫৭ পূর্বাহ্ণ

জেলা-উপজেলা ও নগরীর বিভিন্নস্থানে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ.) মাহফিল। এ উপলক্ষে আয়োজিত মাহফিলে বক্তারা বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন সত্য ও ন্যায়ের মূর্ত প্রতীক।
মদিনা মসজিদ : মদিনা মসজিদের ১২দিন ঈদে মিলাদূন্নবী মাহফিল গত গত ১০ নভেম্বর সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি ছিলেন শাহ আমানত (রহ) দরগাহ শরীফের মতোয়াল্লী শরফুদ্দী মোহাম্মদ শওকত আলী খাঁন শাহিন। উদ্বোধক ছিলেন মওলানা ছাদেকুর রহমাম হাশেমী (ম.জি.আ)। প্রধান বক্তা ছিলেন মাওলানা নুরুল আবছার আলকাদেরী। বিশেষ বক্তা ছিলেন সেকান্দর হোসাইন আল কাদেরী। বিশেষ অতিথি ছিলেন শাহজাদা ইদ্রীস চৌধুরী সেলিম,হাফেজ মোহাম্মদ নুর, সভাপতিত্ব করেন চট্টগ্রাম আইনজীবি সমিতির সাবেক সভাপতি এড. আনোয়ার ইসলাম চৌধুরী,ধারাবাহিক তকরির করেন, হাফেজ আনিসুজ্জামান, মাওলানা মোহাদ্দেস শহিদূল হক হোসাইনী, আলহাজ মওলানা আবু জাফর,মাওলানা আলহাজ শায়েস্তা খাঁন আজহারী, মাওলানা হাফেজ ওসমান গনি, মাওলানা হাফেজ আলিমুল হক চৌধুরী, মাওলানা আহমুদূল্লাহ ফোরকান,মাওলানা মুফতি শায়ের আকৃতার হোসেন,মাওলানা সালাহউদ্দিন আল মাইজভান্ডারি, আলহাজ মাওলানা ছৈয়্যদ হাস্সানুল হক নইমী, মাওলানা সৈয়দ সিরাজুল ইসলাম চিশতী, আলহাজ মাওলানা সিরাজুল মোস্তফা, মওলানা এমরান কাদেরী, মওলানা গোলাম মোস্তফা নুরন্নবী আলকাদেরী, আলহাজ মওলানা হাফেজ মনিরুজ্জামান আলকাদেরী, , মওলানা মহিউদ্দিন আলকাদেরী, মাওলানা ফজল আহমদ, মাওলানা হারূনুর রশিদ, মওলানা আব্দূল্লাহ আল নিশান,মাওলানা হাফেজ শিব্বির আহমদ উসমানী, মাওলানা নুরুল্লাহ খাঁন রায়হান, বিশেষ অতিথি সিরাজুর রহমান, আলহাজ কলিমুল্লাহ, আলহাজ খায়রুল বশর চৌধুরী, মোহাম্মদ ইসমাইল, কামরুল হোসেন, বশর চৌধুরী, আমিনুল হক, আব্দূস সাত্তার, অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন শাহাদাত হোসেন রুমেল, সমাপনি দিবসে ১২ ই রবিউল আউয়াল রোজ রবিবার সমাপনী রজনীর সভাপতি ছিলেন মদিনা মসজিদের মতোয়াল্লী আলহাজ শাহাব উদ্দিন আহমেদ চৌধুরী, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মদিনা মসজিদের ইমাম মাওলানা হাফেজ আরিফুল্লাহ,মদিনা হেফজখানার সুপার হাফেজ মাহমুদুল করিম সহ মুছল্লীবৃন্দ।

বাবে মাগফিরাত দেওয়ানবাগ শরীফ: সংগঠনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স) উদ্যাপন ও মাসিক আশেকে রাসূল (স:) সম্মেলন গতকাল শুক্রবার ভাটিয়ারীর ষ্টেশন রোডস্থ বাবে মাগফিরাত জামে মসজিদ অনুষ্ঠিত হয় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন এ আর মো. তরিকুল ইসলাম। বাবে মাগফিরাতের জোন সমন্ময়ক সাংবাদিক জালাল উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন, জোন সমন্বয়ক মোহাম্মদ কামাল উদ্দীন পারভেজ, আশেকে রাসুল মো. রবিন ইসলাম। সম্মেলনে উপস্থিত ছিলেন জোন সমন্বয়- এ.আর.এম ইউসুফ, মোঃ শামসুল আলম, মোঃ নুরুল ইসলাম, সাংবাদিক এম. মিজানুর রহমান চৌধুরী, মো. শামসুদ্দিন ভূইয়া, মো. আবুল হোসেন, মনির হোসেন টিটু, মো. ইমতিয়াজ উদ্দিন, মো. কামরুল ইসলাম ও হাফেজ মো. আমিনুর রহমান প্রমুখ।

দেওয়ানবাগ শরীফে আশেকে রাসূল (সা.) সম্মেলন: রাজধানীর মতিঝিলস্থ বাবে রহমত দেওয়ানবাগ শরীফে গতকাল অনুষ্ঠিত হয় আশেকে রাসূল (সা.) সম্মেলন। সম্মেলনে বাংলাদেশ-সহ বিশ্বের বিভিন্ন দেশের আশেকে রাসূলরা যোগদান করেন। সম্মেলনের আহ্বায়ক সূফী সম্রাট হযরত সৈয়দ মাহ্বুব-এ-খোদা দেওয়ানবাগী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আশেকে রাসূলদের নিয়ে কেক কাটেন। বাদ জোহর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে সূফী সম্রাট দেওয়ান বাগী হুজুর বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হচ্ছে সবচেয়ে বড় ঈদ। অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য প্রদান করেন ইমাম ড. সৈয়দ এ এফ এম নূর-এ-খোদা আল আজহারী, ইমাম ড. আর সাম কুদরত এ খোদা, ইমাম ড. সৈয়দ এ এফ এম ফজল-এ-খোদা, ইমাম ড. সৈয়দ এ এফএম মঞ্জুর-এ-খোদা প্রমুখ।-বিজ্ঞপ্তি
চট্টগ্রাম শিশু একাডেমি: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রাম কার্যালয়ে ২দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল হামদ/নাত ও রচনা প্রতিযোগিতা ও পবিত্র কোরআন তেলাওয়াত, আলোচনা সভা ও মিলাদ মাহফিল। অনুষ্ঠানে রাসূল (সা.) স্মরণে শিশু একাডেমির ছাত্র-ছাত্রীরা নাতে রাসূল (সা.) পরিবেশন করেন। শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নারগীস সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদে মিলাদুন্নবী (সা.) এর আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন মীর ফজলে আকবর। মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন হাফেজ মো. নুরুল আসলাম।

মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেলোয়ার হোসেন বলেন, সর্বশ্রেষ্ঠ ও বিশ^নবী হযরত মুহাম্মদ (সা.)। তিনি তৌহিদের মহান বাণী নিয়ে পৃথিবীতে এসে প্রচার করেছেন শান্তির ধর্ম ইসলাম।
চিটাগং ইন্টারন্যাশনাল স্কুল: প্রতিষ্ঠানের উদ্যোগে গত বৃহস্পতিবার সকাল ১১টায় স্কুল মিলনায়তনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে সপ্তাহব্যাপী শিক্ষার্থীদের মধ্যে হামদ, নাত, ক্কিরাত ও রচনা প্রতিযোগিতার আয়োজন হয়। আলোচনা সভায় মুখ্য আলোচকের বক্তব্য রাখেন অধ্যাপক ড. মাহমুদুল হাসান। অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন স্কুলের সেক্রেটারি প্রফেসর ড. গিয়াস উদ্দিন হাফিজ, জয়েন্ট সেক্রেটারি অধ্যাপক ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন ও ডিরেক্টর শহীদুল্লাহ সেলিম। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্কুলের অধ্যক্ষ নজরুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন ড. মাহমুদুল হাসান।

এসময় তিনি বলেন, মহানবী (স.) ছিলেন সত্য ও ন্যায়ের মূর্ত প্রতীক। আল্লাহর পক্ষ থেকে সৃষ্টিকূলের জন্য সর্বশ্রেষ্ঠ উপহার হযরত রাসুলে করিম (স.)। তাঁর আদর্শ অনুসরণ করে আমাদের সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে হবে।
টেরীবাজার ব্যবসায়ী সমিতি : নগরীর টেরীবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে গত সোমবার রাতে পবিত্র ঈদে-মিলাদুন্নবী ও সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীন। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ চৌধুরী হাসান মাহমুদ হাসনী। মুখ্য আলোচকের বক্তব্য রাখেন অধ্যাপক মাওলানা সালাহ উদ্দিন। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিনুল হক। বক্তব্য রাখেন আহমদ হোছাইন, মাওলানা ইমরানুল হক সাইয়েদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুহাম্মদ আলমগীর। উপস্থিত ছিলেন কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ, উপদেস্টা, পৃষ্ঠপোষক পরিষদের নেতৃবৃন্দ ও সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেন, মহানবী হযরত মুহাম্মদ (স.) ছিলেন, সত্য ও ন্যায়ের মূর্ত প্রতীক। আল্লাহর পক্ষ থেকে সৃষ্টির জন্য সর্বশ্রেষ্ঠ উপহার হযরত রাসুলে করিম (সা.)। মানবজাতির জন্য হযরত মুহাম্মদ (সা.) এর আদর্শই হচ্ছে সর্বোত্তম দিক নিদর্শন। তাঁর আদর্শ অনুসরণ করে আমাদের সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে হবে। তিনি বলেন, কোরআন-সুন্নাহ্র আলোকে জীবন গড়তে পারলে ইহকাল ও পরকালের কামিয়াবী সম্ভব।

উত্তর ফতেয়াবাদ ছড়ারকুল: সংগঠনের উদ্যোগে গতকাল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল মাওলানা সৈয়দ মফজল আলমের সভাপতিত্বে হযরত দায়েম উদ্দীন শাহ্ (রহ.) ও হযরত বশির উল্লাহ শাহ্ (রহ.) জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন হযরত মাওলানা ফরিদুল আলম। প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড. এ.এস.এম বোরহান উদ্দীন। বক্তব্য রাখেন আল্লামা আবদুন নবী হক্কানী, মাওলানা মুহাম্মদ আইয়ুব, মুহাম্মদ আলী আকবর, আকতার হোসেন, মুহাম্মদ হারুণ, সৈয়দ মো. এসকান্দর মিয়া, ইউসুফ কন্ট্রাক্টর, মুহাম্মদ রফিকুল ইসলাম, খোরশেদ আজম, হাফেজ শহিদুল্লাহ, সৈয়দ মুহাম্মদ ইছহাক, মুহাম্মদ জসিম উদ্দীন, মুহাম্মদ নেজাম উদ্দীন, মোবাশ্বের ইমন প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট