চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মধ্যম হালিশহরে জরিপ সংশোধনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

১৬ নভেম্বর, ২০১৯ | ২:৪২ পূর্বাহ্ণ

মধ্যম হালিশহর মৌজার ভুল দিয়ারা জরিপ সংশোধনের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন ক্ষতিগ্রস্ত মালিকরা। গতকাল শুক্রবার বিকেলে নগরীর বন্দর থানাধীন কাস্টস্ মোড় এলাকায় এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। এতে ক্ষতিগ্রস্ত মালিকরা তিন দফা দাবি উপস্থাপন করেন। মানবন্ধনে উপস্থিত ছিলেন ৩৬ নং ওয়ার্ড কমিশনার হাজী জাহাঙ্গীর আলম, ৩৭নং ওয়ার্ড কমিশনার শফিউল আলম ও ৩৮ নং ওয়ার্ড কমিশনার গোলাম মোহাম্মদ চৌধুরী ।

মানববন্ধনে বলা হয়, ২০০৬ সালে বন্দর থানাধীন ৩৬, ৩৭ ও ৩৮ নং ওয়ার্ডে একটি দিয়ারা জরিপ কার্যক্রম পরিচালিত হয়। যার সম্পর্কে অধিকাংশ জমির মালিকগণ জানেন না। সরকারিভাবেও এ বিষয়ে কোন প্রচার-প্রচারণা করা হয়নি। এমনকি দিয়ারা জরিপ লিপিবদ্ধ করার সময় কিছু অনিয়ম পরিলক্ষিত হওয়ার কারণে জমির মালিকগণ এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেনি। যার কারণে ৯০ শতাংশ জরিপ একজনের জমি অন্যজনের নামে, কারও জমির পরিমাণ কম, আবার কারও বেশি। কারও জমির শ্রেণি পরিবর্তন করে খাস হিসেবে ভুলভাবে লিপিবদ্ধ করা হয়েছে। যার ফলে দিয়ারা জরিপ কর্তৃক খতিয়ানের সঙ্গে মূল বিএস খতিয়ানের কোন মিল নেই। এ কারণে ক্ষতিগ্রস্ত মালিকরা জমির খাজনা দিতে পারছে না। শুধু তাই নয়, জমি ক্রয়-বিক্রয় করতেও পারছেন না মালিকরা। তাই এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি ক্ষতিগ্রস্ত জমির মালিকরা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট