চট্টগ্রাম বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

ফাইনাল রাউন্ডে ৬টি টিম চুয়েটে হাল্ট প্রাইজ ২০২০ সেমিফাইনাল

১৬ নভেম্বর, ২০১৯ | ২:৪২ পূর্বাহ্ণ

গতকাল শুক্রবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজ ২০২০ চুয়েট ক্যাম্পাস এর সেমিফাইনাল রাউন্ড সম্পন্ন হয়। সেমিফাইনালিস্ট টিম এর রিপোর্টিং এর মাধ্যমে শুরু হয় হাল্ট প্রাইজ ২০২০ চুয়েট ক্যাম্পাস রাউন্ডের কার্যক্রম। উল্লেখ্য, রেজিস্ট্রেশনকৃত ৮০+ টিম এর মধ্য থেকে ৪২ টি টিম কে সিলেক্ট করা হয় সেমিফাইনাল এর জন্য। পূর্বে অনুষ্ঠিত ওয়ার্কশপে দেওয়া দিক নির্দেশনা অনুযায়ী টিম সমূহ প্রস্তুতি নেয়। অনুষ্ঠানে বিচারক ছিলেন ইঞ্জিনিয়ার মো.শহীদুজ্জামান কিরণ (সি.ই.ও. ই-কিউব ডিজাইন), এস. এম. ইশতিয়াক উর রহমান ( প্রোপ্রিয়েটর, এফএসসি এন্টারপ্রাইজ, সেক্রেটারি জেনারেল ২০১৯, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চট্টগ্রাম কসমপলিটন), সঞ্জীব চক্রবর্তী (সি.ও.ও. করোনেশন কর্পোরেশন, সি.টি.ও. ফাইভ ই সার্ভিসেস), এ কে এম সাইফুল ইসলাম (পার্টনার, ইরান্তে এসিস্ট্যান্ট ম্যানেজার, লিনডে বাংলাদেশ লিমিটেড) নাজমুস সাকিব (এনভায়রনমেন্ট, হেলথ এন্ড সেইফটি অফিসার, রেকিট বেনকিজার), তাসবিন তাসফিয়া ( প্রোজেক্ট ম্যানেজার, গেইজ), মো. রুবায়েত ফয়সাল (চেয়ারম্যান, জেনুইন টেকনোলজি এন্ড রিসার্চ লিমিটেড), । এছাড়াও অনুষ্ঠানে সেভেন রিংস সিমেন্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, বিজনেস ডেভেলপমেন্ট এন্ড টেকনিক্যাল সাপোর্ট এর ম্যানেজার ইঞ্জিনিয়ার মিজানুর রহমান। আরো উপস্থিত ছিলেন চুয়েটের নগরায়ন ও পরিকল্পনা বিভাগের এসিস্ট্যান্ট প্রফেসর এ.টি.এম. শাহজাহান। চুয়েট ক্যাম্পাস ডিরেক্টর আব্দুল্ল­াহ আবতাহী এর নির্দেশনায় ৫২ জন অর্গানাইজিং মেম্বার সহ অনুষ্ঠান টি শেষ হয়। বিচারকদের সিদ্ধান্ত অনুযায়ী ফাইনাল রাউন্ডের জন্য ৬ টি টিম সিলেক্ট করা হয়। টিমগুলা হলোঃ রুবি, ইকো ব্লক,ফার্মিনিয়ার্স,ব্লেজ,ডোমিনেটরস, রুরাল কিং।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট