চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

জুলুস নিয়ে কটূক্তির জের চন্দনাইশে আইসিটি মামলায় আটক এক

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ

১৬ নভেম্বর, ২০১৯ | ২:১৯ পূর্বাহ্ণ

চন্দনাইশ বৈলতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আজিজুল হক চৌধুরী রিকনকে আইসিটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৩ নভেম্বর দিবাগত রাতে চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন মির্জাপুল এলাকা থেকে প্রযুক্তির সহায়তায় আটক করা হয় বলে জানিয়েছেন অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ঈদে মিলাদুন্নবী (দ.) ও জশনে জুলুস নিয়ে বির্তকিত, উস্কানিমূলক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করার কারণে ডিজিটাল নিরাপত্তা আইনে গত ১৩ নভেম্বর দিবাগত রাতে আজিজুল হক চৌধুরী রিকনকে আসামি করে বরমা এলাকার মৃত গুরা মিয়ার ছেলে মো. আবদুল মতিন বাদি হয়ে চন্দনাইশ থানায় আইসিটি আইনে মামলা দায়ের করেন। মামলার সূত্রে ধরে পুলিশ রিকনকে আটক করে গত ১৪ নভেম্বর আদালতে প্রেরণ করেন। রিকন বৈলতলী জাফরাবাদ এলাকার মৃত মো. ছৈয়দ চৌধুরীর ছেলে বলে জানা যায়। গ্রেপ্তারকৃত রিকনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন গাউছিয়া কমিটি চন্দনাইশ উপজেলার সভাপতি মাওলানাআবদুল গফুর খান, সহ-সভাপতি শের আলী খান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আহলে সুন্নাত ওয়াল জামাত উপজেলা শাখার সভাপতি খাজা মুহাম্মদ মোবারক আলী, সাধারণ সম্পাদক মুফতি ছৈয়দ আশেকুর রহমান হাফেজনগরী, গাউছিয়া কমিটি পৌরসভা শাখার সভাপতি মেজবাহ উদ্দিন ও সাধারণ সম্পাদক মোরশেদুল আলম।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট