চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পিইসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনায় বক্তারা

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিক্ষার্থীদের জানাতে হবে

মফস্বল ডেস্ক

১৬ নভেম্বর, ২০১৯ | ২:১৯ পূর্বাহ্ণ

উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত সভায় বক্তারা বলেন, শিশু-কিশোররা যতক্ষণ পর্যন্ত মুক্তিযুদ্ধার সঠিক ইতিহাস জানতে পারবে না ততক্ষণ পর্যন্ত জাতি কলঙ্কমুক্ত হবে না। শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে ধারণা দিতে হবে।

নুনারঝিরি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়: নিজস্ব সংবাদদাতা জানান, লামাস্থ প্রতিষ্ঠানের উদ্যোগে পিইসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত ১৩ নভেম্বর। বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন লাইনঝিরি ইসলামিয়া মোহাম্মদীয় দাখিল মাদ্রসার সুপার মো. ইব্রাহীম। এ সময় উপস্থিত ছিলেন সহ-সুপার কাজী মো. ইলিয়াছ, প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুল করিম আরমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জামাল উদ্দিন, প্রধান শিক্ষক সৈয়দা শাহনাজ পারভীন, সহকারী শিক্ষক ফারুক হোসেন প্রমুখ। দোয়াশেষে পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষার উপকরণ বিতরণ করেন অতিথিবৃন্দ।

সাজেদা কবির চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়: নিজস্ব সংবাদদাতা জানান, রাউজানস্থ প্রতিষ্ঠানের উদ্যোগে সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে গত ১৩ নভেম্বর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মাওলানা দিদারুল আলম আল কাদেরী। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য সভাপতি সবুজ বড়ুয়া। জামশেদুল আলম আলবীর উপস্থাপনায় বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য খাইরুল বশর চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানে আলম শরীফ, সহকারী শিক্ষক মাওলানা ওবাইদুল্লাহ, লিটন নন্দী, শওকত আলী, নাবিল হাছান, রেজাউল কারিম, নজিবুল বশর, ইমরান উদ্দিন প্রমুখ।

লক্ষ্মীছড়ি কিন্ডার গার্টেন: নিজস্ব সংবাদদাতা জানান, প্রতিষ্ঠানের উদ্যোগে সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে গত ১৩ নভেম্বর। বিদ্যালয় পরিচালান কমিটির সভাপতি ও ইউএনও জাহিদ ইকবালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে. কর্নেল জাহাঙ্গীর আলম (পিএসসি)। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী। বক্তব্য রাখেন ওসি হুমায়ুন কবীর, সেনাবাহিনী লক্ষ্মীছড়ি জোনের মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন হিমেল, স্কুল পরিচালনা কমিটির সদস্য মো. মকবুল আহমেদ। শিক্ষক গোলাম মোস্তফার পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ কামাল উদ্দিন। অনুষ্ঠানে লক্ষ্মীছড়ি জোনের পক্ষ হতে বিদায়ী ছাত্রী-ছাত্রীদের বিশেষ পুরস্কার প্রদান করেন জোন কমান্ডার।

কদলপুর সমশেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়: রাউজানের নিজস্ব সংবাদদাতা জানান, প্রতিষ্ঠানের উদ্যোগে পিইসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে গত ১৩ নভেম্বর। মমতাজ মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি কামাল হোসেন বিএসসি। আবু তাহেরের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক কাজল কান্তি বণিক, রুবিনা আকতার, নুর হোসেন মাতব্বর, পিংকি বড়–য়া, শিপ্র আচার্য্য, কমিটির সদস্য জাফর আহমদ, বজল আহমদ, আবুল কাশেম, রফিক, সুলতান আহমদ কালু, মো. হোসেন, আবু তৈয়ব, বাদশা মিয়া, ইসহাক মিয়া, আবদুল খালেক ইলিয়াছ, আকবর চৌধুরী, জাহাঙ্গীর আলম প্রমুখ।

চিড়িংঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়: নিজস্ব সংবাদদাতা জানান, চন্দনাইশস্থ বিদ্যালয় মিলনায়তনে পিইসি পরীক্ষার্থীদের শিক্ষাসামগ্রী বিতরণ ও বিদায় সংবর্ধনা গত ১৩ নভেম্বর অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক দিদারুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন এসএমসির সভাপতি মীর কুতুব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য নুরুল আমিন। অনুষ্ঠানশেষে নিজের অর্থায়নে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী তুলে দেন।
দক্ষিণ পূর্ব জোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়: নিজস্ব সংবাদদাতা জানান, চন্দনাইশ উপজেলাস্থ বিদ্যালয় মিলনায়তনে পিইসি পরীক্ষার্থীদের শিক্ষাসামগ্রী বিতরণ ও বিদায় সংবর্ধনা গত ১৪ নভেম্বর অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক উৎপল চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পৌর আ.লীগের সভাপতি এম কায়ছার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পরিচালনা পরিষদ সভাপতি আবদুর রহমান জাহাঙ্গীর ও আ.লীগ নেতা বলরাম চক্রবর্তী। আলোচনায় অংশ নেন পরিচালনা পরিষদ সদস্য মো. ইউছুপ, লিটন বড়ুয়া, মনোয়ারা বেগম, শিক্ষক যথাক্রমে জসিম উদ্দিন, নোমান উদ্দিন, হাফছা বেগম, কুলছুমা আকতার প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট