চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ফের বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৯ ডেঙ্গু রোগী

নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর, ২০১৯ | ২:০১ অপরাহ্ণ

নগরীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৯ জন ডেঙ্গু রোগী। রোগীর এ সংখ্যাই যেনো বলছে, ফের দেখা দিয়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। বিআইটিআইডি সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় বুলবুল পরবর্তী ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত ছয় দিনে এ হাসপাতালে ২৯ জন রোগী ভর্তি হয়েছেন। তবে সব রোগীই ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের বিশ্ব কলোনী এলাকার।

চট্টগ্রামে ডেঙ্গুর প্রাদুর্ভাব কমে আসলেও হঠাৎ করে ঘূর্ণিঝড় পরবর্তী গত কয়েকদিনে রোগীর সংখ্যা বেড়েছে জানিয়ে বিআইটিআইডি’র ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন বিভাগের প্রধান ডা. মামনুর রশিদ বলেন; অবাক করা বিষয়, সবগুলো রোগীই চট্টগ্রামের নির্দিষ্ট একটি এলাকার।

তিনি আরো বলেন, এ বছর বিআইটিআইডি’তে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ১৪৬ জন রোগী। তাছাড়া বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন ২০জন। তবে সম্প্রতি এ সংখ্যা আবারো ঊর্ধ্বমুখী হচ্ছে বলেও জানান তিনি।

 

 

 

 

 

পূর্বকোণ/এম

 

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট