চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সেন্টপ্লাসিড’স স্কুল এন্ড কলেজ কারিতাসের মাদক বিরোধী স্কুল ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর, ২০১৯ | ১:৪৫ পূর্বাহ্ণ

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ শামিম আহমেদ বলেছেন, মাদকাসক্তদের মধ্যে ৭০ ভাগেরও বেশি কৌতুহলের বশে মাদক গ্রহন করে। এছাড়াও খারাপ সঙ্গ ও হতাশা মাদক গ্রহনের অন্যতম কারণ। মাদকের ভয়াবহতা বিশেষ করে তরুণ সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। মাদকাসক্তকে সুস্থ্য করতে পরিবারের পশাপাশি শিক্ষাপ্রতিষ্টানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশের উন্নয়নের অন্যতম অন্তরায় মাদকের অবাধ বিস্তার। এটা কোন ব্যক্তি বা গোষ্ঠীর সমস্যা নয় এটা জাতীয় সমস্যা।

গতকাল সেন্টপ্লাসিড’স স্কুল এন্ড কলেজ মিলনায়তনে মাদকমুক্ত কারিতাস চট্টগ্রাম অঞ্চলের অধীন স্মাইল প্রকল্প বাকলিয়া ড্রপ ইন সেন্টারের উদ্যোগে মাদকের ক্ষতিকর দিকে নিয়ে সচেতনতামূলক স্কুলভিত্তিক মাদকবিরোধী রচনা, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী সভায় প্রধান অতিথির বক্তেব্যে তিনি একথা বলেন।

বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাদার সুব্রতলিও রোজারিও সভাপতিত্বে অনুষ্টানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারি সাতটি শিক্ষা প্রতিষ্টানের প্রধান শিক্ষক ও ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে মাদক বিরোধী সচেতনতামূলক নাটক উপস্থাপন করেন সেন্টপ্লাসিড’স স্কুল এন্ড কলেজের সাংস্কৃতিক দল। এসময় বিভিন্ন স্কুলের মাদক বিরোধী রচনা, চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগিতায় অংগ্র্রহনকারী বিজয়ী ৪১ জনছাত্র-ছাত্রীর হাতে প্রধান অতিথি পুরস্কার তুলে দেয়। অনুষ্ঠান সঞ্চালনা করে স্মাইল প্রকল্পের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা দেবব্রত পাল। উপস্থিত ছিলেন বাকলিয়া ডিআইসি ইনচার্জ মো. সাইদুর রহমান (সাঈদ) মাদার বাড়ি ডিআইসি ইনচার্জ মো. আবদুল জলিল।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট