চট্টগ্রাম রবিবার, ০৪ জুন, ২০২৩

সর্বশেষ:

১২ মে, ২০১৯ | ৩:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

বন্দরে ট্রলি চাপায় শ্রমিক নিহত

চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী কন্টেইনার হ্যান্ডেলিংয়ের সময় ট্রলির চাপায় আলী আজগর (৪০) নামে বন্দরের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (১২ মে) দুপুর সাড়ে ১২ টায় দিকে এ দুর্ঘটনা ঘটে। আলী আজগর ভোলার বাসিন্দা বলে পুলিশ সূত্র জানায়।

ঘটনার বিবরণ দিয়ে বন্দরের শ্রমিক ও নোয়াখালীর সেনবাগের মোহাম্মদ হানিফ জানান, বন্দরের ১ নম্বর ইয়ার্ড কন্টেইনার টার্মিনালে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের কাজ করছিল আলী আজগর। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি আজগরকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় ওই শ্রমিককে বন্দর হাসপাতালে আনা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক হামিদ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট