১৫ নভেম্বর, ২০১৯ | ১:২০ পূর্বাহ্ন
নিজস্ব সংবাদদাতা, লামা
পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, পাহাড়ে কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম সহ্য করা হবে না। সন্ত্রাসী কার্যক্রম এলাকার সার্বিক উন্নয়নে ব্যাঘাত সৃষ্টি করে।
লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে গত ১৩ নভেম্বর আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি। মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তিচুক্তি সম্পাদনের মাধ্যমে পার্বত্য জনপদে সন্ত্রাসের স্থায়ী সমাধান করে উন্নয়নের যে সুবাতাস বয়ে দিয়েছেন, সে ধারা অব্যাহত রাখতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আলী হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি, পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাশ ও ফাতেমা পারুল, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইয়াছির আরাফাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, ইউপি চেয়ারম্যান মো. জাকের হোসেন মজুমদার প্রমুখ। এর আগে তিনি ফাঁসিয়াখালী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ছাত্রাবাস, ইউনিয়ন পরিষদ চত্বরে নির্মিত শহীদ মিনার ও ইবতেদায়ী মাদ্রাসার (দ্বিতীয় তলা) ভবন উদ্বোধন করেন। পরে ফাঁসিয়াখালী রংখোলা ঝিরির ওপর আর.সি.সি গার্ডার ব্রিজ ও গুলিস্তান বাজার হতে ফাঁসিয়াখালী বাজার পর্যন্ত রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন।
শনিবার, ০৭ ডিসেম্বর, ২০১৯
যোহর শুরু | ১১.৪৪ |
আসর শুরু | ০৩.৩২ |
মাগরিব শুরু | ০৫:১৫ |
এশা শুরু | ০৬:২৯ |
আগামীকাল | |
ফজর শুরু | ০৫:০১ |
সুর্যোদয় | ০৬ঃ২১ |
সন্ধ্যা ৬.৩০টা, রাত ৯টা ও রাত ১১.৩০টা, এভারটন- চেলসি, লিভারপুল-এএফসি ব্রুনোমাউথ ও ম্যানসিটি-ম্যানইউ, প্রিমিয়ারশিপ (সরাসরি, স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ১) রাত ৮টা, রাত ১১টা ও রাত ১.৪৫টা, আটালান্টা- হেলাস ভেরোনা, উদিনসে-ন্যাপোলি ও ল্যাজিও-জুভেন্টাস, সিরি এ (সরাসরি, সনি টেন ২) রাত ৮.৩০টা ও রাত ১১.৩০টা, বরুসিয়া মনচ্যানগ্ল্যাডবাচ-বায়ার্ন মিউনিখ ও বায়ার লেভারকুজেন-শালকে ৪, বুন্দেসলিগা (সরাসরি, স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ২) রাত ৮টা, নর্থ ইস্ট-কলকাতা, আইএসএল (সরাসরি, স্টার স্পোর্টস ২)
সকাল ৬.১০টা ও সকাল ৯.১৫টা, এডিলেড স্টাইকার্স-পার্থ স্কসার্চ ও ব্রিসবেন হিটস- মেলবোর্ন রেনেগেডস, ১ম ও ২য় সেমিফাইনাল, প্রমিলা বিগব্যাশ (সরাসরি, সনি সিক্স) বিকাল ৪.৩০টা, ডারবান হিটস - জোজি স্টার্স, এমএসএল (সরাসরি, সনি সিক্স)
রেসলিং সকাল ১০.৩০টা, বেলা ১১.৩০টা, বেলা ২.৩০টা ও সন্ধ্যা ৭.৩০টা, সনি ইএসপিএন সকাল ৭টা, বেলা ১.৩০টা, বিকাল ৫.৩০টা ও রাত ৯.৩০টা, সনি টেন ১।