চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

চবি’তে ভর্তি জটিলতা: ৪ সদস্যের তদন্ত কমিটি

চবি সংবাদদাতা

১৪ নভেম্বর, ২০১৯ | ৫:৪৮ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মান উন্নয়ন পরীক্ষার্থীদের ভর্তির সুযোগ প্রদানে সৃষ্ট জটিলতা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার কে এম নুর আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গণিত ও ভৌত বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. অঞ্জন চৌধুরীকে প্রধান করে চার সদস্যের কমিটি করা হয়েছে। এতে সদস্য সচিব করা হয়েছে উচ্চ শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার দেলোয়ার হোসেনকে। এছাড়া কমিটির অন্য দুই সদস্যরা হলেন; কম্পিউটার সায়েন্স বিভাগের ইকবাল আহমেদ এবং সহকারী প্রক্টর হানিফ মিয়া।

প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগের দাবীতে বেশ কয়েকদিন ধরে আন্দোলন করছে মানউন্নয়ন ভর্তিচ্ছুরা। কিন্তু সৃষ্ট জটিলতায় বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি এবং আইসিটি সেল একে অপরকে দোষারোপ করে আসছে। এই সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি একাধিক বার সভা করেও কোন সুরহা করতে পারেননি। এতে করে প্রায় কয়েকশ মান উন্নয়ন পরীক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনেকটাই অনিশ্চিত হয়ে গেছে।

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট