১৪ নভেম্বর, ২০১৯ | ৩:৩৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
সীতাকুণ্ডে ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে মোহাম্মদ হানিফ (৩০) নামের এক ড্রাইভার নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভোর পাঁচটার দিকে উপজেলা বাঁশবাড়িয়া ইউনিয়নের আর জুট মিলস এর সামনের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটায় চট্টগ্রামমুখী ট্রাককে একটি কাভার্ডভ্যান পিছন থেকে ধাক্কা দিলে কাভার্ডভ্যানের ড্রাইভার ঘটনাস্থলে নিহত হন। সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে নিহত ড্রাইভারকে উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেন কুমিরা পুলিশ ফাঁড়ি।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. কাসারব হোসেন জানান, ‘সড়ক দুর্ঘটনায় এক ড্রাইভার নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থল থেকে নিহতের লাশটি উদ্ধার করে কুমিরা পুলিশ ফাঁড়িতে প্রেরণ করেছি।’
পূর্বকোণ/এম
শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০১৯
যোহর শুরু | ১১.৪৪ |
আসর শুরু | ০৩.৩২ |
মাগরিব শুরু | ০৫:১৫ |
এশা শুরু | ০৬:২৯ |
আগামীকাল | |
ফজর শুরু | ০৫:০০ |
সুর্যোদয় | ০৬ঃ২০ |
সন্ধ্যা ৭.২০টা, ভারত-উইন্ডিজ, টি২০ (স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ১)
রাত ১.১৫টা, বুন্দেসলিগা (স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ২)
বিকাল ৫.৩০টা, সন্ধ্যা ৬.৩০টা ও রাত ৯.৩০টা, সনি টেন ১ বেলা ১১.৩০টা, বেলা ২.৩০টা ও সন্ধ্যা ৭.৩০টা, সনি ইএসপিএন।