চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কর দিলে বাড়বে উন্নয়ন এগিয়ে যাবে দেশ

জান্নাতুল মাওয়া

১৪ নভেম্বর, ২০১৯ | ২:০৯ পূর্বাহ্ণ

আমার প্রতিষ্ঠানের নাম তাহমিদ এন্টারপ্রাইজ। ২০১০ সাল থেকে আমি ব্যবসা শুরু করেছি। আমাদের কাজ হচ্ছে টেক্সটাইলের বিভিন্ন কেমিক্যাল দেশের বাহির থেকে আমদানি করা। আয় বাড়ার সাথে সাথে আমি সরকারকে আয়কর দিতে শুরু করি। নিয়মিত কর প্রদানের কারণে আজকে সর্বোচ্চ

মহিলা করদাতা হিসেবে নির্বাচিত হয়েছি। এজন্য আমি গৌরবান্বিত বোধ করছি। এছাড়া সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা-ের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি বিশেষ করে মহিলাদের বলবো, যারা কর্মক্ষম তারা যেন কর দিয়ে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা-ের সহযোগিতায় এগিয়ে আসে। এতে দেশের উন্নয়ন বৃদ্ধি হবে।

প্রসঙ্গত, জান্নাতুল মাওয়া সিটি কর্পোরেশন ব্যতীত এলাকা থেকে সর্বোচ্চ করপ্রদানকারী মহিলা করদাতা হিসেবে নির্বাচিত হয়েছেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট