চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

দুবাইয়ে পার্কিং এরিয়া থেকে পড়ে নিহত আনোয়ারার আজাদের লাশ দেশে আসছে আজ

ইউএই প্রতিনিধি

১৪ নভেম্বর, ২০১৯ | ২:০৯ পূর্বাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গাড়ীসহ তিন তলা পার্কিং এরিয়া থেকে নিজের গাড়ীসহ পড়ে মর্মান্তিকভাবে নিহত বাংলাদেশি তরুণ আরিফের লাশ আজ বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮নং ফ্লাইটযোগে চট্টগ্রাম আসবে। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতল গ্রামের ওয়াপদা পাড়া নিবাসী মোহাম্মদ নূর মিয়ার পুত্র দুবাই প্রবাসী মোহাম্মদ আরিফ রহমান আজাদ (৩৫) গত ৩১ অক্টোবর দুবাই এয়ারপোর্ট কার্গো ভিলেজের তিনতলার পার্কিং এরিয়া থেকে গাড়ীসহ পড়ে নিহত হন। দুবাই পুলিশ ও একাধিক সূত্র মতে পার্কিং লটে নিজস্ব গাড়ী পার্ককালে তা রিভার্স করার সময় রেলিং ভেঙে গাড়ীসহ নিচে পড়ে তিনি মৃত্যুবরণ করেন। তিনি দুবাই কার্গো

ভিলেজে কর্মরত ছিলেন। মৃত্যুকালে আরিফের স্ত্রী ও একমাত্র শিশুপুত্র দেশে ছুটিতে ছিলেন। পরে তারা দুবাই আসেন।

তার দুবাই প্রবাসী বন্ধু মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, গতকাল বুধবার বাদ যোহর দুবাইস্থ সোনাপুর মেডিকেল ফিটনেস টেস্ট সেন্টার সংলগ্ন মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট