চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

আইআইইউসি’র ‘ক্রিয়েটিভ রাইটিং’ কর্মশালায় বৃটিশ ঔপন্যাসিক ফাউলার

১৪ নভেম্বর, ২০১৯ | ১:৩২ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) কর্মশালায় লেকচার দিলেন বৃটিশ ঔপন্যাসিক ইয়ারা রড্রিগস ফাউলার। গত মঙ্গলবার সকালে ইংরেজী ভাষা ও সাহিত্য (্ইএলএল) বিভাগের ইংলিশ ল্যাংগুয়েজ এন্ড লিটারেরি সোসাইটি (এল্স) আয়োজিত ‘ক্রিয়েটিভ রাইটিং’ শীর্ষক ওয়ার্কশপে তিনি মূল প্রবন্ধ উপস্থাপন করেন। আইআইইউসি’র কুমিরাস্থ স্থায়ী ক্যাম্পাসে সেন্ট্রাল লাইব্রেরির বৃটিশ কাউন্সিল কর্নারে এ ওয়ার্কশপের আয়োজন করা হয়। ইএলএল বিভাগের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইফতেখার উদ্দিনের সঞ্চালনায় ও সূচনা বক্তব্যের মাধ্যমে এ আয়োজনে বক্তব্য রাখেন কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ রিয়াজ মাহমুদ এবং ইএলএল বিভাগের চেয়ারম্যান শাহ মোহাম্মদ সানাউল করিম। বৃটিশ ঔপন্যাসিক ইয়ারা রড্রিগ্স ফাউলার সৃজনশীল রচনা নিয়ে বিস্তারিত আলোকপাত করেন এবং আইআইইউসি’র ইংরেজী বিভাগের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণমূলক কর্মশালার সাফল্য নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এর আগে, ইয়ারা রড্রিগ্স ফাউলার আইআইইউসি’র প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীর সাথে সৌজন্য সাক্ষাত করেন। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট