চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পের দুর্ঘটনা প্রতিরোধে করণীয় শীর্ষক সভা

১৪ নভেম্বর, ২০১৯ | ১:৩২ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পের দুর্ঘটনা প্রতিরোধে করণীয় এবং এ শিল্পের বিভিন্ন সমস্যা থেকে উত্তরণ বিষয়ে এক মতবিনিময় সভা গত ৩ নভেম্বর শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে সচিব মো. আবদুল হালিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট অন্যান্য বিভাগ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিএসবিআরএ’র প্রেসিডেন্ট মো. আবু তাহের, কার্যনির্বাহী কমিটির সদস্য, এসোসিয়েশনের সদস্যবৃন্দ ও সেইফটি এজেন্সির প্রতিনিধিবৃন্দ উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহন করেন। সচিব বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্প গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ শিল্পের সার্বিক উন্নয়ন ও বিকাশে শিল্প মন্ত্রণালয় আন্তরিকভাবে কাজ করছে। এর ধারাবাহিকতায় এ শিল্পের বর্তমান অবস্থা, সম্ভাবনা ও সমস্যাগুলো চিহ্নিত করার জন্য আহবান জানান। অতিরিক্ত সচিব (জাহাজ পুনঃপ্রক্রিয়া) এ, কে,এম শামসুল আরেফীন অর্থনীতিতে এ খাতের প্রভূত অবদান এবং সম্ভাবনার উপর গুরুত্বারোপ করে বলেন, এ শিল্পের উন্নয়ন ও পরিবেশ সম্মতভাবে বিকাশে শিল্প মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। পাশাপাশি দুর্ঘটনা ও সমস্যা থেকে উত্তোরণের জন্য আগামী ২-৩ বছরের মধ্যে ‘দি শিপ ব্রেকিং এন্ড রিসাইক্লিং রুলস-২০১১’ ও হংকং কনভেনশন অনুযায়ী ইয়ার্ডের উন্নয়নের লক্ষ্যে এসআরএফপি বাস্তবায়ন করতে হবে। ইয়ার্ড মালিকদের পক্ষে বিএসবিআরএ’র প্রেসিডেন্ট আবু তাহের, নির্বাহী সদস্য জহিরুল ইসলাম রিংকু, সদস্য মাস্টার আবুল কাশেম বক্তব্য রাখেন। দেশে বিদ্ধমান অন্যান্য শিল্পের মত জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পেও বেশ কিছু সমস্যা ও চ্যালেঞ্জ রয়েছে। বিএসবিআরএ’র পক্ষ থেকে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ড গঠন সহ বেশ কিছু সমস্যা তুলে ধরা হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট