১৪ নভেম্বর, ২০১৯ | ১:৩২ পূর্বাহ্ন
এসিআই ও ইস্ট ওয়েস্ট সীড এর মধ্যে এক্সক্লুসিভ বীজ বিতরণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় এসিআই সীড বাংলাদেশে ইস্ট ওয়েস্ট সীডের একমাত্র পরিবেশক হিসেবে বীজ বিতরণ কার্যক্রম পরিচালনা করবে। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসিআই সীড এর পক্ষে চুক্তি স্বাক্ষর করেন এসিআই এগ্রিবিজনেস এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. এফ এইচ আনসারি এবং ইস্ট ওয়েস্ট সীডের পক্ষে এর ব্যবস্থাপনা পরিচালক দিলীপ রাজন। অনুষ্ঠানে এসিআই লিমিটেড ও ইস্ট ওয়েস্ট সীড লিমিটেড এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এসিআই সীড বাংলাদেশের দ্রুত বর্ধনশীল এবং অন্যতম প্রধান বীজ গবেষণা, উৎপাদন ও বিপণন কোম্পানি যা বাংলাদেশে এসিআই লিমিটেড এর অধীনে পরিচালিত। এসিআই সীডের রয়েছে বাংলাদেশের বৃহৎ বীজ বিতরণ নেটওয়ার্ক যা নিশ্চিত করে দেশের প্রায় প্রতিটি অঞ্চলে দ্রুত ও সর্বোচ্চ বীজ বিতরণ সেবা। ইস্ট ওয়েস্ট সীড বিশ্বের অন্যতম প্রধান ট্রপিকাল সবজী বীজের গবেষণাধর্মী উৎপাদন ও বিপণন কোম্পানি যা প্রায় তিন যুগ ধরে কার্যক্রম পরিচালনার মাধ্যমে বিশ্বব্যাপী ফসলের উৎপাদন বৃদ্ধিতে ভুমিকা রেখে চলেছে। ২০১৯ সালে ইস্ট ওয়েস্ট সীড গ্লোবাল এক্সসেস টু সীড ইনডেক্সে প্রথম স্থান লাভ করে। এ চুক্তির মাধ্যমে এসিআই সীড দেশব্যাপী আরও উন্নত ও মানসম্মত বীজ কৃষকের হাতে পৌঁছে দিতে সক্ষম হবে যা নিশ্চিত করবে অধিক ফলন ও কৃষকের অর্থনৈতিক প্রবৃদ্ধি।-বিজ্ঞপ্তি
বৃহষ্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯
যোহর শুরু | ১১.৪৭ |
আসর শুরু | ০৩.৩৪ |
মাগরিব শুরু | ০৫:১৭ |
এশা শুরু | ০৬:৩১ |
আগামীকাল | |
ফজর শুরু | ০৫:০৩ |
সুর্যোদয় | ০৬ঃ২৩ |
বেলা ১.৩০টা ও সন্ধ্যা ৬.৩০টা, ঢাকা প্লাটুন-রাজশাহী রয়্যালস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-খুলনা টাইগার্স (সরাসরি, গাজী টিভি ও মাছরাঙা) সকাল ১০.৪৫টা, পাকিস্তান-শ্রীলংকা, ১ম টেস্ট, ২য় দিন (সরাসরি, সনি ইএসপিএন) বেলা ১১.৩০টা, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড, ১ম টেস্ট, ১ম দিন (সরাসরি, সনি সিক্স) সকাল ১০টা, অন্ধ্র-বিদর্ভা, রঞ্জি ট্রফি (সরাসরি, স্টার স্পোর্টস ২)
রাত ১২টা ও রাত ২টা, শাখতার দোনেক্স-আটালান্টা ও বায়ার লেভারকুজেন-জুভেন্টাস (সরাসরি, সনি টেন ১) রাত ১২টা ও রাত ২টা, ডায়নামো জার্গেব-ম্যানসিটি ও বায়ার্ন মিউনিখ-টটেনহ্যাম (সরাসরি, সনি টেন ২) রাত ২টা, পিএসজি-গ্যালতাসারে (সরাসরি, সনি ইএসপিএন) রাত ২টা, রিয়াল মাদ্রিদ-ক্লাব ব্রুগ (সরাসরি, সনি সিক্স) রাত ২টা, এথলেটিকো মাদ্রিদ- লোকোমোটিভ মস্কো (সনি টেন ৩)
ফুটবল, ইউরোপা লিগ রাত ১২টা ও রাত ২টা, সেলটিক-সিএফআর ক্লুজ ও রেঞ্জার্স-ইয়ং বয়েজ (সরাসরি, সনি টেন ১) রাত ১২টা ও রাত ২টা, স্ট্যান্ডার্ড লিগ-আর্সেনাল ও ম্যানইউ-এজেড (সরাসরি, সনি টেন ২) রাত ১২টা ও ২টা, গেটাফে-ক্রাসনোদার ও উলভারহ্যাম্পটন- বেসিকটাস (সরাসরি, সনি ইএসপিএন) রাত ১২টা ও ২টা, এপোয়েল- সেভিয়া ও এস্পানিওল-সিএসকেএ মস্কোভা (সরাসরি, সনি সিক্স) রাত ১২টা ও রাত ২টা, এলএএসকে লিঞ্জ-স্পোর্টিং সিপি ও বরুসিয়া মনচ্যানগ্ল্যাডবাচ-ইস্তান্বুল বাসেকসেহির (সনি টেন ৩) ফুটবল রাত ৮টা, নর্থ ইস্ট- চেন্নাই, আইএসএল (সরাসরি, স্টার স্পোর্টস ২)
সন্ধ্যা ৭.৩০টা ও রাত ৮.৩০টা, সনি ইএসপিএন বেলা ১.৩০টা, বিকাল ৫.৩০টা, সন্ধ্যা ৬.৩০টা ও রাত ৯.৩০টা, সনি টেন ১।