চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

এসিআই-ইস্ট ওয়েস্ট সীড চুক্তি স্বাক্ষরিত

১৪ নভেম্বর, ২০১৯ | ১:৩২ পূর্বাহ্ণ

এসিআই ও ইস্ট ওয়েস্ট সীড এর মধ্যে এক্সক্লুসিভ বীজ বিতরণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় এসিআই সীড বাংলাদেশে ইস্ট ওয়েস্ট সীডের একমাত্র পরিবেশক হিসেবে বীজ বিতরণ কার্যক্রম পরিচালনা করবে। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসিআই সীড এর পক্ষে চুক্তি স্বাক্ষর করেন এসিআই এগ্রিবিজনেস এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. এফ এইচ আনসারি এবং ইস্ট ওয়েস্ট সীডের পক্ষে এর ব্যবস্থাপনা পরিচালক দিলীপ রাজন। অনুষ্ঠানে এসিআই লিমিটেড ও ইস্ট ওয়েস্ট সীড লিমিটেড এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এসিআই সীড বাংলাদেশের দ্রুত বর্ধনশীল এবং অন্যতম প্রধান বীজ গবেষণা, উৎপাদন ও বিপণন কোম্পানি যা বাংলাদেশে এসিআই লিমিটেড এর অধীনে পরিচালিত। এসিআই সীডের রয়েছে বাংলাদেশের বৃহৎ বীজ বিতরণ নেটওয়ার্ক যা নিশ্চিত করে দেশের প্রায় প্রতিটি অঞ্চলে দ্রুত ও সর্বোচ্চ বীজ বিতরণ সেবা। ইস্ট ওয়েস্ট সীড বিশ্বের অন্যতম প্রধান ট্রপিকাল সবজী বীজের গবেষণাধর্মী উৎপাদন ও বিপণন কোম্পানি যা প্রায় তিন যুগ ধরে কার্যক্রম পরিচালনার মাধ্যমে বিশ্বব্যাপী ফসলের উৎপাদন বৃদ্ধিতে ভুমিকা রেখে চলেছে। ২০১৯ সালে ইস্ট ওয়েস্ট সীড গ্লোবাল এক্সসেস টু সীড ইনডেক্সে প্রথম স্থান লাভ করে। এ চুক্তির মাধ্যমে এসিআই সীড দেশব্যাপী আরও উন্নত ও মানসম্মত বীজ কৃষকের হাতে পৌঁছে দিতে সক্ষম হবে যা নিশ্চিত করবে অধিক ফলন ও কৃষকের অর্থনৈতিক প্রবৃদ্ধি।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট