চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পিইসিই বিদায় সংবর্ধনায় বক্তারা

শিশুরা জাতির ভবিষ্যৎ পথপ্রদর্শক

মফস্বল ডেস্ক

১৪ নভেম্বর, ২০১৯ | ১:০০ পূর্বাহ্ণ

উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপণী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত সংবর্ধনায় বক্তারা বলেন, শিক্ষিত শিশুরা আগামীতে জাতির পথপ্রদর্শক হয়ে কাজ করবে।

নাইক্ষ্যংছড়ি মডেল প্রাথমিক বিদ্যালয়: নিজস্ব সংবাদদাতা জানান, বিদ্যালয়ের সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে গত ১২ নভেম্বর। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংশৈ অং মার্মার সভাপতিত্বে বিদ্যালয় মিলানায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ইমরান মেম্বার, রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর জাহাঙ্গীর আলম চৌধুরী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আক্তার হোসেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক বুলবুল আক্তার বুলু, ফাতেমা বেগম, কহিনুর আক্তার খুকি, নুরুল হুদা, শফিকুর রহমান, রেহেনা আক্তার প্রমুখ। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন উসরাত তাসনিম প্রিয়তা ও সালমান। এ বছর ৬৫ জন শিক্ষার্থী সমাপনী পরীক্ষায় অংশ নিবে।

চরতী সরকারি প্রাথমিক বিদ্যালয়: সাতকানিয়া উপজেলাস্থ বিদ্যালয়ের পিইসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে গত ১২ নভেম্বর। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এডভোকেট এএনএম রোকনুজ্জামান মুন্নার সভাপতিত্বে বক্তব্য রাখেন পশ্চিম আমিলাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সহ-সভাপতি নুরুল আবছার সওদাগর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, ইউনিয়ন আ.লীগের ধর্মবিষয়ক সম্পাদক আবু সালেহ, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য লিয়াকত আলী চৌধুরী, ফিরোজ, জন্নাতুল ফেরদৌস, অভিভাবক নুরুল আলম, শিক্ষিকা রাবেয়া মমতাজ, পারভিন আক্তার, নার্গিস আক্তার, কানিজ আক্তার, নাজমা আক্তার, অফিস সহায়ক তৌহিদুল ইসলাম সায়মন প্রমুখ। অনুষ্ঠানশেষে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

পটিয়া মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়: বিদ্যালয়ের পিইসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে গত ১২ নভেম্বর। স্কুল ম্যানেজিং কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কাউন্সিলর এম খোরশেদ গনীর সভাপতিত্বে ও মাহমুদুল হকের পরিচালনায় বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুল পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক এটিএম তোহা, সদস্য ওমর শর্মা, মোহছেনা মডেল স্কুলের প্রধান শিক্ষক চাঁদ সুলতানা, জান্নাতুল ফাতেমা, শিক্ষক কামরুন্নেছা বেগম, হাসনা খাতুন, আবদুল শুক্কুর, বিশ্বজিত সিংহ, মাহবুবা রহমান, কামরুন নাহার চৌধুরী, ছারোয়ার জাহান, লুৎফুন নাহার, নিগার সুলতানা, পিংকি সেন, শেফালী দেবী, পল্লব দাশ, তানজিলা ইয়াসমিন, প্যারা শিক্ষক তানিয়া, লুৎফা রিমু প্রমুখ।
পূর্ব চিকদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়: নিজস্ব সংবাদদাতা জানান, রাউজানস্থ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয় গত ৯ নভেম্বর। স্কুল হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন স্কুল পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা আ.লীগের সহ-সভাপতি শ্যামল কুমার পালিত। শিক্ষক দীপংকর চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন নরেন্দ্র লাল সরকার, সুশীল বরণ মল্লিক, ইউপি সদস্য প্রদীপ কুমার দাশ, প্রাক্তন শিক্ষিকা শিখী পাখা সরকার, শিক্ষিকা বিধূ রানী ধর, পম্পী মহাজন, সুপক মল্লিক, রুমা ঘোষ, কাবেরী দে, শিল্পী দে প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট