চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

উপজেলায় মিলাদুন্নবী মাহফিলে বক্তারা

শান্তির নিশ্চয়তা নবীর (দ.) আদর্শ অনুসরণে

মফস্বল ডেস্ক

১৪ নভেম্বর, ২০১৯ | ১:০০ পূর্বাহ্ণ

উপজেলার বিভিন্ন স্থানে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মাহফিল ও র‌্যালি অনুষ্ঠিত হচ্ছে। আয়োজিত মাহফিলে বক্তারা বলেন, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় হযরত মুহাম্মদ (সা.)’র আদর্শের বিকল্প নেই।

গাউসিয়া হক কমিটি হারুয়ালছড়ি শাখা: মাইজভা-ারী গাউসিয়া হক কমিটি হারুয়ালছড়ি শাখার শোকর-এ মওলা মনজিলের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও সৈয়দ জিয়াউল হক মাইজভা-ারী (ক.)’র চান্দ্রবার্ষিকী ওরশ জামালখানস্থ একটি ক্লাবে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সাজীদুল হাসান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাইজভা-ারী মরমী গোষ্ঠীর সহ-সভাপতি মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উত্তর সাতকানিয়া জাফর আহমেদ চৌধুরী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু মোহাম্মদ ও এস এম এমরান। কোরআন তেলাওয়াত করেন শাহাদাত হোসেন ইরফান। নাতে রাসুল ও মাইজভা-ারী গান পরিবেশন করেন হুমায়ুন রশিদ ফয়সাল ও আবু শাহদাত মোহাম্মদ সায়েম সুমন। মো. সজীবুল হাসান চৌধুরীর সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন শফিউল আজিম সুমন ও মোহাম্মদ রফিক। এ সময় উপস্থিত ছিলেন ডা. বরুণ কুমার আচার্য বলাই, ডা. পঞ্চানন দাশগুপ্ত, সাইফুদ্দিন চৌধুরী, এহসান উল্লাহ, সাইফুল আলম, নুরুল আনোয়ার, আব্দুল মান্নান, শাহজাহান, মোহাম্মদ হোসেন, অভিজিত দাশ, বিশ্বজিত দাশ, রূপম মল্লিক, জয়নুল আবেদীন তাওরাত, আবরার, কামাল, ইব্রাহীম, বাবুল, সাইফুল প্রমুখ।

পটিয়া আমির ভা-ার: উপজেলাস্থ দরবারে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে ১২ দিনব্যাপী খতমে সালাওয়াতে রাসুল (স.) মাহফিলের সমাপনী দিবস অনুষ্ঠিত হয়েছে গত ৯ নভেম্বর। মাহফিল উদযাপন পরিষদের প্রধান পৃষ্ঠপোষক আল্লামা সৈয়দ ফরিদুল আবছার আমিরভা-ারীর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন মাহফিল উদযাপন পরিষদের প্রধান উপদেষ্ঠা টি.কে গ্রুপ’র পরিচালক খোরশেদুল আলম। বিশেষ অতিথি ছিলেন সৈয়দ করিমুল মোস্তাফা শাহ আমিরী, সৈয়দ বদরুদ্দোজা শাহ আমিরী, সৈয়দ শামসুদ্দোহা শাহ আমিরী, সৈয়দ নুরুল হুদা শাহ আমিরী, সৈয়দ আছরার শাহ আমিরী, সৈয়দ সায়েম উল্লাহ আমিরী, সৈয়দ আসাদুজ্জামান তানিম আমিরী, তৌহিদুল আলম সাহেব, একেএম জাহাঙ্গীর আমিরী, এসএম রওশনগীর আমিরী, এসএম জিয়াউল হোসাইন আমিরী, ফয়েজ মেম্বার, আল্লামা মোরশেদুল আলম আনোয়ারী, মাওলানা খায়রুল আমিন চিশতী, তৌহিদুল হক, নুরুল কবির, শহিদুল আলম, সৈয়দ সাইফুল্লাহ সুলতানপুরী, শহিদুল হক হোসাইনী, সৈয়দ মোকাররম বারী প্রমুখ। রাউজান পশ্চিম গুজরা: নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলাস্থ হযরত খাজা মঈনুদ্দীন চিশতী (রহ.) ওরশ খানকা পরিচালনা কমিটির উদ্যোগে বার্ষিক ঈদে মিলাদুন্নবী ও খাজা গরীবে নেওয়াজ (রহ.)’র ওরশ উপলক্ষে ৩৩তম মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত ৮ নভেম্বর। ১১ নম্বর পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের মাঠে হাটহাজারীর আলিফ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কচুখাইন মোহাম্মদীয়া সিনিয়র দাখিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা আলমগীর রেজা কাদেরী। বিশেষ বক্তা ছিলেন উত্তর গুজরা বায়তুল উলুম সিনিয়র মাদরাসার মুদাররিস জাফর আহমদ মানিকী। তকরির করেছন মাওলানা রহুল আমিন। ইয়াকুব আলী সওদাগরের পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথি ছিলেন পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল মালেক মেম্বার, ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইসমাঈল হোসেন, সাংবাদিক নেজাম উদ্দিন রানা, ইদ্রিছ সিকদার, হারুন রশিদ, হারুন উর রশিদ, আবদুল মজিদ, কবির আহমেদ, সালাউদ্দিন প্রমুখ।

শফিনগর ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন পরিষদ: সংগঠনের উদ্যোগে হাটহাজারী কাটিরহাট তাহেরিয়া সাবেরিয়া সুন্নিয়া মাদ্রাসা ময়দানে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুন্নী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি। সৈয়দ জালাল উদ্দীন আল-আযহারীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত উত্তর জেলার সাধারণ সম্পাদক আল্লামা জসিম উদ্দীন আল-কাদেরী। প্রধান বক্তা ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত উত্তর জেলার সহ-সভাপতি আবুল কালাম বয়ানী। মিজান উদ্দীন ও মো. আবু তৈয়ব চৌধুরীর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাওলানা মীর হাসানুল করিম মুনিরী, মাওলানা শহিদুল আলম শাহ আল হাদী, মাওলানা জসিম উদ্দীন আবেদী, মাওলানা সাইফুর রহমান ফারুকী, আবদুল লতিফ চাটগামী, সৈয়দ মুহাম্মদ শাহজামান, জাহাঙ্গীর আলম চৌধুরী, মাওলানা ইউসুফ মুহাম্মদ সালাউদ্দীন শাহ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন ইউসুফ জালালী, কুতুব উদ্দীন মামুন, তৌহিদুল আলম কোম্পানী, আবু তালেব চৌধুরী, নাজিম উদ্দিন চৌধুরী, ডা. জহুরুল হক, আবুল কালাম, আবদুল হামিদ আরজু, এম.এ মনছুর, আনোয়ার হোসেন বাবুল, অহিদুল আলম, জামাল উদ্দিন, ইদ্রিস, রাকিবুল ইসলাম, নাছির উদ্দীন, মুরাদ হোসেন, আবদুল্লাহ আল হাসান, সোহেল চৌধুরী, আলা উদ্দীন, নুরুন্নবী বাবুল প্রমুখ।

উরকিরচর জনতা সংঘ: নিজস্ব সংবাদদাতা জানান, গত ৭, ৮ ও ৯ নভেম্বর উরকিরচর উচ্চ বিদ্যালয়ে মাঠে জশনে জুলুস ও মিলাদুন্নবী উপলক্ষে তিনদিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল পবিত্র জশনে জুলুস, খতমে কোরআন, খতমে গাউছিয়া, খতমে খাজেগান, নাতে রাসূল (স.), বিনামূল্যে ব্লার্ড গ্রুপ নির্ণয়, প্রবাসী সংবর্ধনা, শিশু কিশোর সমাবেশ, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক ক্বেরাত, নাতে রাসূল, ইসলামী জ্ঞান কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও তবরুক বিতরণ করা হয়। গত ৭ নভেম্বর মাহফিলে সভাপতিত্ব করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা ড. মোহাম্মদ লিয়াকত আলী। তকরীর করবেন মাওলানা জয়নাল আবেদীন ও মাওলানা এহসানুল হক জেহাদী। গত ৮ নভেম্বর মাহফিলে সভাপতিত্ব করেন রাণীরহাট আলামীন হামিদীয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, তকরীর করেন মাওলানা সেকান্দর হোসেন, মুফতি মাস্উদ রিজভী। ৯ নভেম্বর ১ম অধিবেশনে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আবদুল জব্বার সোহেল। তকরির করেন আল্লামা ড.এ.এস.এম বোরহান উদ্দীন। ২য় অধিবেশনে সভাপতিত্ব করেন আল্লামা গাজী শফিউল আলম নেজামী। তকরির করেন মুফতি মাওলানা ফরিদুল আলম রেজভী, আল্লামা মনিরুজ্জামান, আল্লামা মাছুম বিল্লাহ্ ও মাওলানা হাসান রেজা। সমাপনী বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি এস.এম জাহাঙ্গীর আলম সুমন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দীন সাইফের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক ছগির আহমদ, নুরুল আমিন, সাবেক সভাপতি নুরুল আবছার মিয়া, আইয়ুব, ইকবাল হোসেন, সরওয়ারুল আলম, সাবেক সভাপতি নুর নবী, ইউছুপ আলী, মহিউদ্দীন ইমন, আবু তাহের সওদাগর, হাবিবুল ইসলাম চৌধুরী, জহুরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আবদুল করিম, আবু বক্কর সিদ্দিকী, মো. আলী, মনছুর আলম, ওসমান গণি, আরিফুল ইসলাম, নেজাম উদ্দীন চৌধুরী করিম, সাজ্জাদ হোসেন, লোকমান আনছারি, জাবেদ হোসেন, ফরহাদ উদ্দীন বাবলু, তারেক আজিজ, শাহেদ, আবু কাউছার, ফিরোজ, আবদুর রহিম, নাজমুল রায়হান, ইয়াকুব আলী প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট