চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

৭ নভেম্বরকে মুক্তিযোদ্ধা হত্যা দিবস স্বীকৃতি দেয়ার আহবান

১৪ নভেম্বর, ২০১৯ | ১২:২৯ পূর্বাহ্ণ

সেক্টর কমান্ডার্স ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ চট্টগ্রাম জেলা ও মহানগর শাখার যৌথ সভা গতকাল বুধবার সংগঠনের দোস্ত বিল্ডিংস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সংগঠনের মহানগর সভাপতি মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী বাবুলের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সেক্টর কমান্ডার্স ফোরামের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার, জেলা সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু, মহানগর সাধারণ সম্পাদক এডভোকেট বি.কে বিশ্বাস বিপ্লব, বিজিসি ট্রাস্টের ভাইস প্রিন্সিপাল মুক্তিযোদ্ধা ডা.জাহিদ হোসেন শরীফ, মুক্তিযোদ্ধা ফজল আহম্মদ, মুক্তিযোদ্ধা গৌরি শংকর চৌধুরী, মুক্তিযোদ্ধা খায়ের আহম্মদ, মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, সংগঠনের জেলা ও মহানগর সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক খান, শাহেদ মুরাদ শাকু, সম্পাদক মন্ডলীর সদস্য জসিম উদ্দিন, এডভোকেট সাইফুন্নাহার খুশি, ইঞ্জিনিয়ার পলাশ বড়–য়া, মনোয়ার জাহান মনি, এড. ইফতেখার উদ্দিন রাসেল, হাজী সেলিম রহমান, এড. কামরুল আজম টিপু, আরিফ মঈনুদ্দিন, ইঞ্জিনিয়ার সনাতন চক্রবর্তী বিজয়, পংকজ রায়, নুরুল হোসেন মাসুদ, দীপন দাশ, নবী হোসেন সালাউদ্দিন, মোস্তাফিজুর রহমান বিপ্লব, এম.এ হাসান, আফসারুল হক, মাহমুদুল করিম, গিয়াস উদ্দিন, আব্দুল হালিম, এড. সৈকত দাশগুপ্ত প্রমুখ। সভায় বক্তারা ৭ নভেম্বরকে মুক্তিযোদ্ধা হত্যা দিবসের স্বীকৃতি প্রদানের দাবি জানান। সভায় নগরীর বাকলিয়া এক্সেস রোডের নাম মুক্তিযোদ্ধা এম. কফিল উদ্দিনের নামকরণে করার জন্য সিটি মেয়রের প্রতি দাবি জানান।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট