চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

নবম ওয়েজ বোর্ডে আয়কর গ্রাচ্যুইটির নতুন নিয়ম কেন বেআইনি নয় : হাইকোর্ট

১৩ নভেম্বর, ২০১৯ | ৫:৪২ পূর্বাহ্ণ

সংবাদকর্মীদের জন্য ঘোষিত নবম ওয়েজ বোর্ডে আয়কর পরিশোধ ও গ্রাচ্যুইটির বিষয়ে মন্ত্রিসভা কমিটির সুপারিশকে কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছে উচ্চ আদালত। সেসঙ্গে বাংলাদেশ শ্রমবিধি ২(ত) অনুযায়ী ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের নবম বা পরবর্তী ওয়েজ বোর্ডের আওতায় আনার নির্দেশ কেন দেওয়া হবে না তাও জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। ওয়েজ বোর্ডের ওই দুটি সুপারিশ চ্যালেঞ্জ করে এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ এ রুল জারি করে। চার সপ্তাহের মধ্যে তথ্য ও শ্রম সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।-বিডিনিউজ চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজ) সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস গত সপ্তাহে রিট আবেদনটি করেন। তার পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী তীর্থ সলিল পাল ও মো. নুরুল করিম বিপ্লব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ। সংবাদপত্র ও বার্তা সংস্থার কর্মীদের বেতন বাড়াতে গত ১২ সেপ্টেম্বর নবম ওয়েজ বোর্ডের প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগেই নিউজপেপার ওনার্স এসোসিয়েশনের (নোয়াব) সভাপতি দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের রিট আবেদনে নবম ওয়েজ বোর্ডের গেজেট কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট