চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

চবি’র নতুন প্রক্টর মনিরুল, এফ রহমান হলের প্রভোস্ট খসরু

১৩ নভেম্বর, ২০১৯ | ৫:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক এসএম মনিরুল হাসানকে প্রক্টর হিসেবে নিয়োগ দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে স্যার এ এফ রহমান হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. কাজী এসএম খসরুল আলম কুদ্দুসী। গতকাল মঙ্গলবার প্রভোস্ট এবং প্রক্টর নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নুর আহমদ। তিনি পূর্বকোণকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে অধ্যাপক ড. মনিরুল হাসান এবং এ এফ রহমান হলের প্রভোস্ট হিসেবে অধ্যাপক ড. কাজী এসএম খসরুল আলম কুদ্দুসীকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা আগামী ১ বছর এ দায়িত্ব পালন করবেন।’ এ বিষয়ে নবনিযুক্ত প্রভোস্ট কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী বলেন, আমার উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে তা নিষ্ঠার সাথে পালন করবো। এ ব্যাপারে হলের আবাসিক শিক্ষার্থীসহ সকলের সহযোগিতা কামনা করছি। নবনিযুক্ত প্রক্টর এস এম মনিরুল হাসান বলেন, আমি যে দায়িত্ব পেয়েছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুরু দায়িত্ব পালন করতে সকলের সহযোগিতা কামনা করছি। উল্লেখ্য, চলতি বছরের ১৭ জুন থেকে ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পান প্রণব মিত্র চৌধুরী।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট