১৩ নভেম্বর, ২০১৯ | ৫:৩০ পূর্বাহ্ন
চট্টগ্রাম কর আইনজীবী সমিতির উদ্যোগে পবিত্র ঈদ- এ- মিলাদুন্নবী (স) উদযাপন উপলক্ষে কোরআন খতম, দোয়া মাহফিল ও প্রতিযোগিতামূলক আলোচনা সভা গত ১১ নভেম্বর সমিতির মিলনায়তন, সি.জি.ও বিল্ডিং- ১, আগ্রাবাদ, চট্টগ্রাম এ সমিতির সভাপতি মো. জামাল উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাংগীর আলম এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। আলোচনার বিষয়বস্তু ছিল বিশ^ শান্তি প্রতিষ্ঠায় মহানবী হযরত মোহাম্মদ (স) এর জীবনাদর্শই একমাত্র অনুসরণীয়। প্রতিযোগিতামূলক আলোচনায় বক্তারা মহানবী (স) এর জীবনাদর্শ সঠিকভাবে পরিপালন করলে এবং সমাজের সর্বক্ষেত্রে প্রয়োগ করা হলে এই সমাজ থেকে অন্যায় অবিচার ও দুর্নীতি মুক্ত একটি সুখী এবং শান্তিময় সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। বিচারক ছিলেন মুফতি মাওলানা মহিউদ্দিন নেছারী, আরবী প্রভাষক নুরিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসা, সীতাকু-, চট্টগ্রাম, হাফেজ ক্বারী আবদুল আলিম, খতীব সরকারী অফিসার্স কলোনী জামে মসজিদ, বন্দর, চট্টগ্রাম এবং ক্বারী মুহাম্মদ আলী আজগর, পরিচালক সহীহ কুরআন শিক্ষা ইনস্টিটিউট, চট্টগ্রাম। বিচারকের রায়ে প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মধ্যে পবিত্র কোরআন তেলোয়াত প্রতিযোগিতার মোজ্জামেল হোসেন চৌধুরী ১ম, মো. আবুল কাশেম মোল্লাহ ২য় ও মো. তৌহিদুল ইসলাম ৩য় স্থান লাভ করেন। হামদ/নাত প্রতিযোগিতায় তৌহিদুল ইসলাম ১ম, মো. মোজাম্মেল হোসেন চৌধুরী ২য় ও মো. ওমর ফারুক এডভোকেট ৩য় স্থান লাভ করেন। বক্তব্য প্রতিযোগিতায় সাবিনা খাতুন ১ম, মো. তৌহিদুল ইসলাম ২য় ও মো. আবুল কাশেম মোল্লাহ এবং সৈয়দ মুস্তাফিজুর রহমান যুগ্মভাবে ৩য় স্থান লাভ করেন। বিজয়ীদের মধ্যে পুরস্কার সমূহ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রাক্তন সভাপতিবৃন্দ প্রাক্তন সাধারণ সম্পাদকবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯
যোহর শুরু | ১১.৪৭ |
আসর শুরু | ০৩.৩৪ |
মাগরিব শুরু | ০৫:১৭ |
এশা শুরু | ০৬:৩১ |
আগামীকাল | |
ফজর শুরু | ০৫:০৪ |
সুর্যোদয় | ০৬ঃ২৪ |
বেলা ২টা ও সন্ধ্যা ৭টা , রাজশাহী-সিলেট ও ঢাকা-কুমিল্লা (সরাসরি, জিটিভি ও মাছরাঙা) সকাল ১১টা, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড, ১ম টেস্ট, ২য় দিন (সরাসরি, সনি সিক্স) সকাল ১০.৩০টা, পাকিস্তান-শ্রীলংকা, ১ম টেস্ট, ৩য় দিন (সরাসরি, টেন ক্রিকেট ও সনি ইএসপিএন)
রাত ১.১৫টা, হফেনহেইম-অগসবার্গ, বুন্দেসলীগা (সরাসরি, স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি২) রাত ১১টা, কেরালা-জামসেদপুর (সরাসরি, স্টার স্পোর্টস ২)
সকাল ৯টা ও বিকাল ৪টা, বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর (সরাসরি, স্টার স্টোস ১)
সন্ধ্যা ৫.৩০টা, সনি ইএসপিএন।