চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

৩০ হাজার গ্রাহককে গ্যাস সংযোগের দাবি

প্রধানমন্ত্রী বরাবর গণ ফোরামের স্মারকলিপি

১৩ নভেম্বর, ২০১৯ | ৫:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম গণ-অধিকার ফোরামের পক্ষ থেকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) শংকর রঞ্জন সাহার মাধ্যমে আবাসিক গ্যাস সংযোগের জন্য কেজিডিসিএল এ ডিমান্ড নোট জমা দেওয়া ৩০ হাজার গ্রাহকদের গ্যাস সংযোগের দাবিতে বিভাগীয় কমিশনারের মাধ্যমে গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এসময় চট্টগ্রাম গণ-অধিকার ফোরামের নেতৃবৃন্দগণ আগামী ডিসেম্বরের আগেই কেজিডিসিএলের সকল নিয়মনীতি মেনে ডিমান্ড নোট জমা দেওয়ার পরেও দীর্ঘদিন যাবৎ গ্যাস সংযোগ হতে বঞ্চিত গ্রাহকদের গ্যাস সংযোগের দাবি জানালে তিনি বলেন, উল্লেখিত বিষয়টি প্রধানমন্ত্রীর যথাযথ দৃষ্টিগোচর করবেন। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম গণ-অধিকার ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মহাসচিব এম.এ হাশেম রাজু, গণ-অধিকার ফোরামের মহানগর সভাপতি আবু মোহাম্মদ হোসেন চৌধুরী, নাগরিক অধিকার ও পরিবেশ সুরক্ষা আন্দোলন (নাপসা) চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর নুর, গণ অধিকার ফোরামের ভাইস চেয়ারম্যান মো. খোরশেদ আলম চৌধুরী, যুগ্ম মহাসচিব মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ সোলায়মান বাদশা, জানে আলম, মোহাম্মদ নুরুন্নবী, মো. ইসমাইল সওদাগর, মোহাম্মদ আরমগীর প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট