চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বিভিন্নস্থানে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিলে বক্তারা

মহানবী মোহাম্মদ (সা.)’র আদর্শই সমাজকে কলুষমুক্ত করতে পারে

পূর্বকোণ ডেস্ক

১৩ নভেম্বর, ২০১৯ | ১:৩৫ পূর্বাহ্ণ

নগরীর বিভিন্নস্থানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদ্যাপন উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে বক্তারা বলেন, বিশ্বে শান্তির দূত মহানবী মোহাম্মদ (স)’র আদর্শই সমাজকে কলুষ মুক্ত করতে পারে ।
উত্তর কাট্টলী : উত্তর কাট্টলী ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন পরিষদের উদ্যোগে ১২ দিন ব্যাপী (২০তম) ঈদে মিলাদুন্নবী (দ) মাহফিল গত ১০ নভেম্বর আখেরী মোনাজাতের মাধ্যমে সম্পন্ন হয়েছে। আখেরী মোনাজাত পরিচালনা করেন আল-আমিন হাশেমী দরবার শরীফের মুফতি কাজী শাহেদুর রহমান হাশেমী।

পাথরঘাটা : নগরীর পাথরঘাটা বান্ডেল রোড মহল্লা কমিটি আযোজিত ১২ দিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী (স.) মাহফিল গত ১০ নভেম্বর পাথরঘাটা ছোবহান সওদাগর জামে মসজিদ প্রাঙ্গণে সম্পন্ন হয় । সমাপনী দিবসের মাহফিলে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ বহুলা নুরানী সুন্নীয়া জামে মসজিদের খতিব মাওলানা ক্বারী শাহ রুকন উদ্দিন আশরাফী । মহল্লা কমিটির সভাপতি সুফি শেখ জাহিদ হোসাইনের সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা ছিলেন পাথরঘাটা ছোবহান সওদাগর জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আফছার (ম.জি.আ.) মুনাজাত পরিচালনা করেন পাথরঘাটা ছোবহান সওদাগর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী আবুল বশর (ম.জি.আ.)। সভাপতির সমাপনী বক্তব্যে শেখ জািিহদ বলেন , ইসলামী চেতনায় জীবন তথা সুন্দর সমাজ গঠনে আরো আন্তরিক হলেই আজেকের আয়োজনের সফলতা আসবে । প্রধান অতিথি মাওলানা রুকন উদ্দিন আশরাফী বলেন, বিশ্ব শান্তির দূত নবী মোহাম্মদ( স.)’র আদর্শই সমাজকে কলুষ মুক্ত করতে পারে ।

মাইজভা-ারী গাউসিয়া হক কমিটি : সংগঠনের বাহারাইন শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের কার্যালয়ে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাজমুল হুদা। মোহাম্মদ ফারহাদ উদ্দীনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ সুমন উদ্দীন, সাহাদাদ হোসাইন ইপু, মোহাম্মদ আসিফ । প্রধান অতিথি ছিলেন জহির উদ্দীন বাবর, বিশেষ ছিলেন মনজুর আলম, আবদুল আজিজ রানা।

মুহাম্মদ আলী সোসাইটি: চট্টগ্রাম সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়স্থ মাঝিরঘাট রোড, পূর্ব মাদারবাড়ী, মুহাম্মদ আলী সোসাইটির আয়োজনে ঈদে-মিলাদুন্নবী (দ.) মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ আলী, প্রকাশ আলী হুজুর। পরিচালনা করেন সদস্য হারুন-অর-রশিদ। এতে প্রধান অতিথি ছিলেন ছোবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ও খাতুনগঞ্জ হামিদুল্লাহ খাঁ জামে মসজিদের খতিব আলহাজ¦ মাওলানা জুলফিকার আলী চৌধুরী আল ক্বাদেরী। প্রধান বক্তা ছিলেন আরবী প্রভাষক চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া কামিল মাদ্রাসা ও মাদারবাড়ী জামে মসজিদের খতিব মাওলানা জসিম উদ্দিন আল ক্বাদেরী। বিশেষ অতিথি ছিলেন পশ্চিম মাদারবাড়ী পাম্প মসজিদের খতিব- মাওলানা রবিউল আলম আল ক্বাদেরী। এই সময়ে আরও উপস্থিত ছিলেন, মাওলানা হাফেজ মোজাম্মেল হক, মাওলানা কাশেম, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা জয়নাল, মো. আবু তাহের, মো. আবু নাসের, মো. মহসিন আলী, হাজী আলী আহম্মদ, মো. ছবুর, মো. আবু বক্কর ছিদ্দিক, সরওয়ার আলম টিপু, মো. করিম, মো. মিন্টু, মো. মিজান প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট