চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

শারজায় সিএজি মুসলিম চৌধুরী

দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন প্রবাসীরা

নিজস্ব প্রতিনিধি , ইউএই

১৩ নভেম্বর, ২০১৯ | ১:৩৫ পূর্বাহ্ণ

বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিইজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী বলেছেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন প্রবাসীরা। তাদের জীবনমান উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে। গত ৭ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে শারজাহ বাংলাদেশ সমিতির হল রুমে প্রবাসী গণমাধ্যমকর্মী ও সুধী মহলের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, সবকিছুতে একটা পরিবর্তনের ছোঁয়া লেগেছে। এ পরিবর্তনের সাথে সাথে মানুষকে প্রস্তুত থাকতে হবে। মুসলিম চৌধুরী আরো বলেন, দুবাইয়ের কনসাল জেনারেলকে মানবিক মনে হয়েছে। দুবাইয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় মানুষের সেবাদানে এই ধরনের অফিসারের প্রয়োজন ছিল। ইউএই প্রেস ক্লাবের সভাপতি শিবলী আল সাদিকের সভাপতিত্বে ও ইউএই প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসাইন খান। তিনি বলেন, সাংবাদিকরা আমাদের সহযোগিতার মধ্য দিয়ে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে সেহেতু আমাদেরকেও যেকোন পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ানো উচিত। প্রবাসে সাংবাদিকতা ও দেশের সাংবাদিকতার মধ্যে বৈষম্য রয়েছে। তাই সেই বৈষম্য দূরীকরণের জন্য কর্তৃপক্ষের প্রতি আমার আহবান থাকবে। সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সমিতি শারজাহ’র সিনিয়র সহ-সভাপতি ইসমাইল গনি চৌধুরী, কমিউনিটি নেতা মোহাম্মদ মনসুর সবুর, বাংলাদেশ সমিতি শারজার সেক্রেটারি জেনারেল শাহ মোহাম্মদ মাকসুদ, মিনিস্ট্রি অব হাউজিং এন্ড পাবলিক ওয়াকর্স এর প্রধান একাউন্টটেন্ট অফিসার সোহেল আহমেদ, বাংলা টিভির সিলেট প্রতিনিধি নাজমুল ইসলাম মকবুল, জনতা ব্যাংক দুবাইয়ের ব্যবস্থাপক আবদুল মালেক। এতে আরো বক্তব্য রাখেন ৭১ টিভির ইউএই প্রতিনিধি লুৎফুর রহমান, একুশে টিভির সাইফুল ইসলাম তালুকদার।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নতুন সময় টিভির শামসুর রহমান সোহেল, ৫২ বাংলা টিভির তিশা সেন, এস এ টিভির সিরাজুল হক, এনটিভির প্রতিনিধি মামুনুর রশীদ, বাংলাদেশ বেতারের সাবেক সংবাদ পাঠিকা সানজিদা ইসলাম, সিএনএন বাংলা ইউএই প্রতিনিধি ওসমান চৌধুরী, সাংবাদিক মহিউল করিম আশিক, মোহাম্মদ নেওয়াজ, আমিনুল ইসলাম, শামসুল হক, মোহাম্মদ জাবেদ, আজিমুল গনি, মোহাম্মদ নুর উদ্দন, মোহাম্মদ নিজাম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ ইদ্রিস, নাসির চৌধুরী, মনজুর উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট