চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

‘সড়ক পরিবহন আইন’: চট্টগ্রামে জনসচেতনতামুলক প্রচারণা

নিজস্ব প্রতিবেদক

১২ নভেম্বর, ২০১৯ | ৪:০৮ অপরাহ্ণ

নগরীর জিইসি চত্বরে কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রামের উদ্যোগে আজ মঙ্গলবার (১২ নভেম্বর) নিরাপদ সড়ক পরিহন আইন ২০১৮ সম্পর্কে ব্যাপক জনসচেতনতা সৃষ্টিতে প্রচারণা কর্মসূচির উদ্বোধন করা হয়। নতুন সড়ক পরিবহন আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে আরো জোরালো কার্যক্রম পরিচালনার লক্ষ্যে এ প্রচারণা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রামের সিটি মেয়র আলহাজ্ব আজম নাছির উদ্দীন। এ সময় মালিক, চালক এবং যাত্রীদের কাছে লিফলেট বিতরণ করেন তিনি।

ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইনের সভাপতিত্বে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)র উপ-পুলিশ কমিশনার ট্রাফিক(উত্তর) আমির জাফর, বিআরটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক, ওভ্যাট’র সোহেল আক্তার খান, ক্যাব দক্ষিন জেলা সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান, ক্যাব মহানগরের যুগ্ন সম্পাদক তৌহিদুল ইসলাম, সহ-সভাপতি হাজী আবু তাহের, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, মানবাধিকার কমিশনের আমিনুল হক বাবু, ক্যাব আবকর শাহ থানা সাধারন সম্পাদক দিদারুল আলম প্রধান, ক্যাব পাচলাইশের যুগ্ন সম্পাদক সেলিম জাহাঙ্গীর, ক্যাব চান্দগাও এর সভাপতি জানে আলম, সেলিম সাজ্জাদ, ক্যাব হালিশহরের আমদাদুল করিম সৈকত, ক্যাব খুলসীর ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান, ক্যাব জামাল খানের সভাপতি সালাহউদ্দীন, সাধারন সম্পাদক নবুয়ত আরা সিদ্দিকী, ক্যাব পাহাড়তলীর হারুন গফুর ভুইয়া, ক্যাব বন্দরের আলমগীর বাদসা, লিও ক্লাব্ অব ইম্পিরিয়াল সিটির সভাপতি মহিউদ্দীন সিরাজ, ক্যাব যুব গ্রুপের সভাপতি চৌধুরী কে এন এম রিয়াদ, নোমান উল্লাহ বাহার, ইয়াসির সাবিত, কায়েমুর রশিদ বাবু, এমএ সিদ্দিক, সামির আকাশ, সব্যচাষী দেবনাথ, মিঠুন নাথ, ক্যাব পাচলাইশের হুমায়ুন কবির, মইনউদ্দীন, ক্যাব মোহরার রুবি খান, সামির আকাশ, পরিবহন মালিক এম এন পুতু প্রমুখ।

 

 

 

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট