চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

কসবায় ট্রেন দুর্ঘটনা

চট্টগ্রামের সঙ্গে ঢাকা-সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক

১২ নভেম্বর, ২০১৯ | ১২:৩২ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিশেষ ব্যবস্থায় চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১০টা ৫০ মিনিট থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

মন্দবাগ রেলস্টেশনের মাস্টার জাকির হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিশেষ ব্যবস্থায় অন্য লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। আখাউড়া ও লাকসাম থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। 

প্রসঙ্গত, সোমবার রাত পৌনে ৩টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তূর্ণা নিশিথা আর সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে কয়েকটি বগি দুমড়ে-মুচড়ে যায়। এতে ১৭ জন নিহত ও শতাধিক আহত হয়েছে। এরপর থেকে বন্ধ হয়ে যায় চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল ।

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট